ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ঢাকা ডার্বিতে মোহামেডানের জয়

  • আপডেট সময় : ০৮:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ঐতিহ্যের লড়াই। তাদের ম্যাচ ঘিরে দর্শকদের মাঝেও দারুণ উত্তেজনা দেখা যায়। ঢাকা ডার্বিতে শনিবার মুখোমুখি হয়ছিল চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। যেখানে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মোহামেডান ২৬৪ রান সংগ্রহ করেছিল। জবাবে ব্যাট করতে নেমে আবাহনীর ইনিংস শেষ হয় ২২৫ রানেই। ফলে ৩৯ রানের জয় পেয়েছে মোহামেডান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আনিসুল ইসলাম ইমন এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ভর করে ২৬৪ রান সংগ্রহ করে মোহামেডান। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪৮ রান। আনিসুল ইমন ১১৪ রানে বিদায় নেন। পরে মোহামেডান দলের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল শুরু হয়। ক্রিজে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। মুশফিকুর রহিম করেন ২০ এবং মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৭ রান। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন নাহিদ রানা। এ ছাড়া ২টি করে উইকেট সংগ্রহ করেন মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আবাহনী। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং জিসান আলম ছিলেন ব্যর্থ। পরে এক প্রান্ত আগলে রাখেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু অন্য প্রান্ত ঠিকই আসা-যাওয়ার মিছিল ছিল। শেষ পর্যন্ত ৮০ রানে বিদায় নেন শান্ত। শান্ত ছাড়াও মুমিনুল হক ২৫, মোহাম্মদ মিঠুন ১৯ এবং মোসাদ্দেক হোসেন করেন ২৪ রান। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন এবাদত হোসেন, এছাড়া ২টি করে উইকেট নেন সাইফ উদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকা ডার্বিতে মোহামেডানের জয়

আপডেট সময় : ০৮:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ঐতিহ্যের লড়াই। তাদের ম্যাচ ঘিরে দর্শকদের মাঝেও দারুণ উত্তেজনা দেখা যায়। ঢাকা ডার্বিতে শনিবার মুখোমুখি হয়ছিল চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। যেখানে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মোহামেডান ২৬৪ রান সংগ্রহ করেছিল। জবাবে ব্যাট করতে নেমে আবাহনীর ইনিংস শেষ হয় ২২৫ রানেই। ফলে ৩৯ রানের জয় পেয়েছে মোহামেডান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আনিসুল ইসলাম ইমন এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ভর করে ২৬৪ রান সংগ্রহ করে মোহামেডান। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪৮ রান। আনিসুল ইমন ১১৪ রানে বিদায় নেন। পরে মোহামেডান দলের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল শুরু হয়। ক্রিজে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। মুশফিকুর রহিম করেন ২০ এবং মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৭ রান। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন নাহিদ রানা। এ ছাড়া ২টি করে উইকেট সংগ্রহ করেন মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আবাহনী। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং জিসান আলম ছিলেন ব্যর্থ। পরে এক প্রান্ত আগলে রাখেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু অন্য প্রান্ত ঠিকই আসা-যাওয়ার মিছিল ছিল। শেষ পর্যন্ত ৮০ রানে বিদায় নেন শান্ত। শান্ত ছাড়াও মুমিনুল হক ২৫, মোহাম্মদ মিঠুন ১৯ এবং মোসাদ্দেক হোসেন করেন ২৪ রান। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন এবাদত হোসেন, এছাড়া ২টি করে উইকেট নেন সাইফ উদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ।