ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ওয়ান্ডারার্সের জালে গোল উৎসব আবাহনীর

  • আপডেট সময় : ০৮:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দুই অর্ধে আবাহনী ধরা দিল দুই রূপে। প্রথমার্ধে বিবর্ণ, দ্বিতীয়ার্ধে দাপুটে। ম্যাচের ডেডলক খুলতে তাই লেগে গেল ৪৮ মিনিট। এরপর গোল হলো মুড়ি মুড়কির মতো। ঢাকা ওয়ান্ডারার্সকে উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে জিতল মারুফুল হকের দল। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শনিবার লিগের একাদশ রাউন্ডের ম্যাচে ৪-১ গোলে জিতেছে আবাহনী। রাফায়েল অগাস্তো দলকে এগিয়ে নেওয়ার পর জালের দেখা পান সুমন রেজা। সাকিব বেপারি ব্যবধান কমানোর পর মোহাম্মদ হৃদয় ও রাফায়েলের গোলে বড় জয় নিশ্চিত হয় আকাশি-নীল জার্সিধারীদের। বসুন্ধরা কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনাল খেলা নিশ্চিত করার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা আবাহনী শুরুতে ছিল অচেনা। ২০তম মিনিটে বক্সের একটু উপর থেকে রাফায়েলের শট যায় পোস্টের অনেক বাইরে দিয়ে। এমন লক্ষ্যভ্রষ্ট শটে বিরতির আগে জালের নাগাল পাওয়া হয়নি তাদের।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চেনা আগ্রাসী রূপে ফিরে আবাহনী। ৪৮তম মিনিটে একজনের শট গোলকিপার সাইফুল ইসলাম খান ফিরিয়ে দিলেও রাফায়েলের ফিরতি শট আটকাতে পারেননি। এই গোলের রেশ থাকতেই তিন মিনিটের মধ্যে ব্যবধান হয় দ্বিগুণ। এবার গোলমুখ থেকে নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন সুমন। ৫৫তম মিনিটে বক্সে মিতুল মারমা ফাউল করলে পেনাল্টি পায় ওয়ান্ডারার্স। সফল স্পট কিকে দলকে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য এনে দেন সাকিব। পেনাল্টির ধাক্কা সামলে নিতে আবাহনী সময় নেয়নি একটুও। দুই মিনিট পরই রাফায়েলের কর্নারে বক্সের জটলার মধ্য থেকে ডান পায়ের টোকায় জাল খুঁজে নেন হৃদয়। ৮৪তম মিনিটে ওয়ান্ডারার্সের জালে নিজের দ্বিতীয় গোলটি করলে অষ্টম জয় নিশ্চিত হয়ে যায় আবাহনীর। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। নবম হারের তেতো স্বাদ পাওয়া ওয়ান্ডারার্স ৪ পয়েন্টে নবম স্থানে। দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আকে মারমা ও পা ওমার বাবুর গোলে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ ব্যবধানে হারিয়েছে ফর্টিস এফসি। এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে ফর্টিস উঠে এসেছে পঞ্চম স্থানে, ব্রাদার্স নেমে গেছে সপ্তম স্থানে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ওয়ান্ডারার্সের জালে গোল উৎসব আবাহনীর

আপডেট সময় : ০৮:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: দুই অর্ধে আবাহনী ধরা দিল দুই রূপে। প্রথমার্ধে বিবর্ণ, দ্বিতীয়ার্ধে দাপুটে। ম্যাচের ডেডলক খুলতে তাই লেগে গেল ৪৮ মিনিট। এরপর গোল হলো মুড়ি মুড়কির মতো। ঢাকা ওয়ান্ডারার্সকে উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে জিতল মারুফুল হকের দল। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শনিবার লিগের একাদশ রাউন্ডের ম্যাচে ৪-১ গোলে জিতেছে আবাহনী। রাফায়েল অগাস্তো দলকে এগিয়ে নেওয়ার পর জালের দেখা পান সুমন রেজা। সাকিব বেপারি ব্যবধান কমানোর পর মোহাম্মদ হৃদয় ও রাফায়েলের গোলে বড় জয় নিশ্চিত হয় আকাশি-নীল জার্সিধারীদের। বসুন্ধরা কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনাল খেলা নিশ্চিত করার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা আবাহনী শুরুতে ছিল অচেনা। ২০তম মিনিটে বক্সের একটু উপর থেকে রাফায়েলের শট যায় পোস্টের অনেক বাইরে দিয়ে। এমন লক্ষ্যভ্রষ্ট শটে বিরতির আগে জালের নাগাল পাওয়া হয়নি তাদের।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চেনা আগ্রাসী রূপে ফিরে আবাহনী। ৪৮তম মিনিটে একজনের শট গোলকিপার সাইফুল ইসলাম খান ফিরিয়ে দিলেও রাফায়েলের ফিরতি শট আটকাতে পারেননি। এই গোলের রেশ থাকতেই তিন মিনিটের মধ্যে ব্যবধান হয় দ্বিগুণ। এবার গোলমুখ থেকে নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন সুমন। ৫৫তম মিনিটে বক্সে মিতুল মারমা ফাউল করলে পেনাল্টি পায় ওয়ান্ডারার্স। সফল স্পট কিকে দলকে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য এনে দেন সাকিব। পেনাল্টির ধাক্কা সামলে নিতে আবাহনী সময় নেয়নি একটুও। দুই মিনিট পরই রাফায়েলের কর্নারে বক্সের জটলার মধ্য থেকে ডান পায়ের টোকায় জাল খুঁজে নেন হৃদয়। ৮৪তম মিনিটে ওয়ান্ডারার্সের জালে নিজের দ্বিতীয় গোলটি করলে অষ্টম জয় নিশ্চিত হয়ে যায় আবাহনীর। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। নবম হারের তেতো স্বাদ পাওয়া ওয়ান্ডারার্স ৪ পয়েন্টে নবম স্থানে। দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আকে মারমা ও পা ওমার বাবুর গোলে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ ব্যবধানে হারিয়েছে ফর্টিস এফসি। এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে ফর্টিস উঠে এসেছে পঞ্চম স্থানে, ব্রাদার্স নেমে গেছে সপ্তম স্থানে।