ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ম্যাচ হারার পর স্যামসনের জরিমানা ২৪ লাখ রুপি

  • আপডেট সময় : ০৪:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ম্যাচ হারার হতাশা তো আছেই। এর সঙ্গে যোগ হলো জরিমানার যন্ত্রণা। গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের ম্যাচে মোটা অঙ্কের অর্থদণ্ড দিতে হচ্ছে রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসনকে। মন্থর ওভার-রেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে স্যামসনকে। এক আসরে দ্বিতীয়বার ওভার-রেট মন্থর থাকায় জরিমানার পরিমাণ এত বেশি। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এক মৌসুমে দ্বিতীয়বার ওভার-রেটে পিছিয়ে থাকলে ২৪ লাখ রুপি জরিমানা হয়। রাজস্থানের তা হয়ে গেল মৌসুমের শুরুতেই স্রেফ পাঁচ ম্যাচের মধ্যে।

‘ইম্প্যাক্ট প্লেয়ার’সহ দলের বাকিদের জরিমানা ৬ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ২৫ শতাংশ, যে অঙ্কটি পরিমাণে কম। গুজরাটের বিপক্ষে বুধবা আহমেদাবাদে এই ম্যাচে ৫৮ রানে হেরে যায় রাজস্থান। প্রথম আসরের চ্যাম্পিয়নদের এটা চলতি আসরে পাঁচ ম্যাচে তৃতীয় হার। রাজস্থানের প্রথম মন্থর ওভার-রেটের ম্যাচটি ছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেদিন অবশ্য স্যামসন অধিনায়ক ছিলেন না। চোটের কারণে ফিল্ডিং করতে পারছিলেন না বলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছিলেন তিনি। অধিনায়ক ছিলেন তখন রিয়ান পারাগ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ম্যাচ হারার পর স্যামসনের জরিমানা ২৪ লাখ রুপি

আপডেট সময় : ০৪:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: ম্যাচ হারার হতাশা তো আছেই। এর সঙ্গে যোগ হলো জরিমানার যন্ত্রণা। গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের ম্যাচে মোটা অঙ্কের অর্থদণ্ড দিতে হচ্ছে রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসনকে। মন্থর ওভার-রেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে স্যামসনকে। এক আসরে দ্বিতীয়বার ওভার-রেট মন্থর থাকায় জরিমানার পরিমাণ এত বেশি। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এক মৌসুমে দ্বিতীয়বার ওভার-রেটে পিছিয়ে থাকলে ২৪ লাখ রুপি জরিমানা হয়। রাজস্থানের তা হয়ে গেল মৌসুমের শুরুতেই স্রেফ পাঁচ ম্যাচের মধ্যে।

‘ইম্প্যাক্ট প্লেয়ার’সহ দলের বাকিদের জরিমানা ৬ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ২৫ শতাংশ, যে অঙ্কটি পরিমাণে কম। গুজরাটের বিপক্ষে বুধবা আহমেদাবাদে এই ম্যাচে ৫৮ রানে হেরে যায় রাজস্থান। প্রথম আসরের চ্যাম্পিয়নদের এটা চলতি আসরে পাঁচ ম্যাচে তৃতীয় হার। রাজস্থানের প্রথম মন্থর ওভার-রেটের ম্যাচটি ছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেদিন অবশ্য স্যামসন অধিনায়ক ছিলেন না। চোটের কারণে ফিল্ডিং করতে পারছিলেন না বলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছিলেন তিনি। অধিনায়ক ছিলেন তখন রিয়ান পারাগ।