ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

নিউ জিল্যান্ডের বর্ষসেরা হেনরি ও কার

  • আপডেট সময় : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বল হাতে চমৎকার মৌসুম কাটানোর পুরস্কার পেয়েছেন ম্যাট হেনরি। নিউ জিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার ‘স্যার রিচার্ড হ্যাডলি পদক’ জিতেছেন এই পেসার। টানা তৃতীয়বারের মতো নারীদের বছর সেরা ক্রিকেটারের খেতাব ‘ডেবি হকলি পদক’ উঠেছে অ্যামেলিয়া কারের হাতে। নিউ জিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডস বুধবার দেওয়া হয়। এনিয়ে ছয় বছরে ভিন্ন ছয়জন পেলেন নিউ জিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার। গত পাঁচ বছরে স্বীকৃতিটি পেয়েছিলেন রস টেইলর (২০২০), উইলিয়ামসন (২০২১), টিম সাউদি (২০২২), ড্যারিল মিচেল (২০২৩) ও রাচিন রাভিন্দ্রা (২০২৪)। হেডলি মেডেল জেতা হেনরি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জেতেন। মৌসুমে পাঁচ টেস্ট খেলে ২০.০৮ গড়ে ২৫ উইকেট নেন তিনি। আর ওয়ানডেতে ২৪ শিকার ধরেন ১৫.৫০ গড়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের ফাইনাল খেলার পথে তার ছিল বড় অবদান।

পুরুষদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার ওঠে জ্যাকব ডাফির হাতে। মৌসুমে এই সংস্করণে ২১ উইকেট নেন ৯.৭১ গড়ে। টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে এখন চূড়ায় তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়ে ‘রেডপাথ কাপ’ জিতে নেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। মৌসুমে ৩ টেস্ট খেলে ৩৯৫ রান করেন তিনি ৬৫.৮৩ গড়ে। এক সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেন দুটি। নারীদের ক্রিকেটের প্রায় সব পুরস্কারই উঠেছে অ্যামেলিয়ার হাতে। হকলি মেডেল ছাড়াও বর্ষসেরা ওয়ানডে, টি-টোয়েন্টি এমনকি উইমেন’স সুপার স্ম্যাশ প্লেয়ারের সম্মাননাও পান তিনি। গত বছর নিউ জিল্যান্ডের উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন অ্যামেলিয়া।

লেগ স্পিনে ১৫ শিকার ধরেন তিনি, যা আসরে সর্বোচ্চ। ব্যাট হাতেও রাখেন কার্যকর ভূমিকা, করেন নিউ জিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ১৩৫ রান। ‘প্লেয়ার অব দা ফাইনালের’ পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন তিনি। আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন অ্যামেলিয়া। গত মৌসুমে ওয়ানডেতে ১৪ উইকেট নেন নিউ জিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। ওয়েলিংটন ব্লেজের উইমেন’স সুপার স্ম্যাশ জয়ে নেতৃত্ব দেন তিনি। আসরে ৪৪১ রান করার পাশাপাশি নেন ১৫ উইকেট।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিউ জিল্যান্ডের বর্ষসেরা হেনরি ও কার

আপডেট সময় : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: বল হাতে চমৎকার মৌসুম কাটানোর পুরস্কার পেয়েছেন ম্যাট হেনরি। নিউ জিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার ‘স্যার রিচার্ড হ্যাডলি পদক’ জিতেছেন এই পেসার। টানা তৃতীয়বারের মতো নারীদের বছর সেরা ক্রিকেটারের খেতাব ‘ডেবি হকলি পদক’ উঠেছে অ্যামেলিয়া কারের হাতে। নিউ জিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডস বুধবার দেওয়া হয়। এনিয়ে ছয় বছরে ভিন্ন ছয়জন পেলেন নিউ জিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার। গত পাঁচ বছরে স্বীকৃতিটি পেয়েছিলেন রস টেইলর (২০২০), উইলিয়ামসন (২০২১), টিম সাউদি (২০২২), ড্যারিল মিচেল (২০২৩) ও রাচিন রাভিন্দ্রা (২০২৪)। হেডলি মেডেল জেতা হেনরি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জেতেন। মৌসুমে পাঁচ টেস্ট খেলে ২০.০৮ গড়ে ২৫ উইকেট নেন তিনি। আর ওয়ানডেতে ২৪ শিকার ধরেন ১৫.৫০ গড়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের ফাইনাল খেলার পথে তার ছিল বড় অবদান।

পুরুষদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার ওঠে জ্যাকব ডাফির হাতে। মৌসুমে এই সংস্করণে ২১ উইকেট নেন ৯.৭১ গড়ে। টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে এখন চূড়ায় তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়ে ‘রেডপাথ কাপ’ জিতে নেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। মৌসুমে ৩ টেস্ট খেলে ৩৯৫ রান করেন তিনি ৬৫.৮৩ গড়ে। এক সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেন দুটি। নারীদের ক্রিকেটের প্রায় সব পুরস্কারই উঠেছে অ্যামেলিয়ার হাতে। হকলি মেডেল ছাড়াও বর্ষসেরা ওয়ানডে, টি-টোয়েন্টি এমনকি উইমেন’স সুপার স্ম্যাশ প্লেয়ারের সম্মাননাও পান তিনি। গত বছর নিউ জিল্যান্ডের উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন অ্যামেলিয়া।

লেগ স্পিনে ১৫ শিকার ধরেন তিনি, যা আসরে সর্বোচ্চ। ব্যাট হাতেও রাখেন কার্যকর ভূমিকা, করেন নিউ জিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ১৩৫ রান। ‘প্লেয়ার অব দা ফাইনালের’ পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন তিনি। আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন অ্যামেলিয়া। গত মৌসুমে ওয়ানডেতে ১৪ উইকেট নেন নিউ জিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। ওয়েলিংটন ব্লেজের উইমেন’স সুপার স্ম্যাশ জয়ে নেতৃত্ব দেন তিনি। আসরে ৪৪১ রান করার পাশাপাশি নেন ১৫ উইকেট।