ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বাংলাদেশে পোশাক শিল্পে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের হান্দা

  • আপডেট সময় : ০৮:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পোশাক শিল্পে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনের স্বনামধন্য পোশাক প্রস্তুতকারক কোম্পানি হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরমধ্যে অর্থনৈতিক অঞ্চলের অধীনে টেক্সটাইল ও ডাইং খাতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অধীনে পোশাক শিল্পে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এই নিয়ে সমঝোতা স্মারকে সই করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও হান্দা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি। পোশাক শিল্প ও টেক্সটাইল খাতে বিনিয়োগ এবং বাংলাদেশি প্রকল্পে বিনিয়োগ কার্যক্রমকে উৎসাহিত করতে চায় হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কোম্পানিটি দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে এফডিআই প্রসার এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে টেক্সটাইল ও পোশাক খাতে বিনিয়োগ করতে প্রয়োজনীয় অনুমোদন ও আইনি শর্ত পূরণে আগ্রহ প্রকাশ করেছে। হান্দা ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড সংক্ষেপে হান্দা ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত। এটি চীন ভিত্তিক একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানি, যা টেক্সটাইল ও পোশাকের শিল্প শৃঙ্খলে প্রতিশ্রুতিবদ্ধ। এটি পোশাক তৈরির উন্নত মানের উপকরণ ও পোশাক উৎপাদনে ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে। ১৯৯৫ সালে হান্দা ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠিত হয়। এর অধীনে একাধিক সহায়ক প্রতিষ্ঠান রয়েছে, যা ওয়েফট নিটেড কাপড়, বুননের রঙ ও ফিনিশিং, পোশাক নকশা এবং উৎপাদন নিয়ে গবেষণা ও উন্নয়নে গভীরভাবে কাজ করে আসছে।
বছরের পর বছর ধরে ‘উদ্ভাবন, নিষ্ঠা, সততা ও গ্রাহককে প্রাধান্য’ দিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। প্রায় ৩০ বছরের কঠোর পরিশ্রম, ধারাবাহিক উদ্ভাবন এবং বিন্যাসের মাধ্যমে হান্দা একটি ছোট ও মাঝারি আকারের উদ্যোগ থেকে একটি শক্তিশালী উদ্যোগে রূপান্তরিত হয়েছে। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও অন্যান্য স্থানে এর উৎপাদন ও বিপণন কেন্দ্র রয়েছে। এতে প্রায় ১০ হাজারের বেশি কর্মী কাজ করেন এবং বার্ষিক আয় ৩০ কোটি মার্কিন ডলারেরও বেশি।
বিপুল অংকের বিনিয়োগ পাচ্ছে শপআপ

মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী দেশ সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি ‘স্যারি’-এর সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী স্টার্টআপ কোম্পানি শপআপ। নতুন সেই কোম্পানির নামকরণ করা হয়েছে ‘সিল্ক’ গ্রুপ। এদিকে নতুন গ্রুপ গঠনের পরপরই ১১০ মিলিয়ন মার্কিন ডলারের বড় বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৩৪২ কোটি টাকা। গতকাল বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ। মার্কিন এই সংবাদমাধ্যমটি বলছে, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের ভেঞ্চার ক্যাপিটাল শাখা এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চারস যৌথভাবে নবগঠিত বাণিজ্য প্ল্যাটফর্ম সিল্ক গ্রুপে ১১০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের নেতৃত্ব দিচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ৯২৫ বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা সানাবিল ইনভেস্টমেন্টস এবং ভ্যালার কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিনিয়োগকারীদের একটি গ্রুপে যোগ দিচ্ছে। বাংলাদেশের বৃহত্তম বিজনেস-টু-বিজনেস বাণিজ্য প্ল্যাটফর্ম শপআপ এবং উপসাগরীয় অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় বাজার স্যারি-এর একীভূতকরণের মাধ্যমে সিল্ক গ্রুপ তৈরি করা হয়েছে। এই সম্মিলিত সত্তা উপসাগরীয় অঞ্চল এবং এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাজারকে লক্ষ্য করে তাদের কার্যক্রম পরিচালনা করবে। মূলত বাংলাদেশের শপআপ ও সৌদি আরবের স্যারি একে অপরের সঙ্গে একীভূত হলেও কোম্পানি দুটি নিজের নামেই নিজ নিজ ব্যবসা ক্ষেত্রে ব্যবসা চালিয়ে যাবে। তবে এই দুই কোম্পানির মালিকানায় থাকবে নতুন কোম্পানি সিল্ক গ্রুপ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে পোশাক শিল্পে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের হান্দা

আপডেট সময় : ০৮:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পোশাক শিল্পে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনের স্বনামধন্য পোশাক প্রস্তুতকারক কোম্পানি হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরমধ্যে অর্থনৈতিক অঞ্চলের অধীনে টেক্সটাইল ও ডাইং খাতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অধীনে পোশাক শিল্পে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এই নিয়ে সমঝোতা স্মারকে সই করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও হান্দা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি। পোশাক শিল্প ও টেক্সটাইল খাতে বিনিয়োগ এবং বাংলাদেশি প্রকল্পে বিনিয়োগ কার্যক্রমকে উৎসাহিত করতে চায় হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কোম্পানিটি দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে এফডিআই প্রসার এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে টেক্সটাইল ও পোশাক খাতে বিনিয়োগ করতে প্রয়োজনীয় অনুমোদন ও আইনি শর্ত পূরণে আগ্রহ প্রকাশ করেছে। হান্দা ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড সংক্ষেপে হান্দা ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত। এটি চীন ভিত্তিক একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানি, যা টেক্সটাইল ও পোশাকের শিল্প শৃঙ্খলে প্রতিশ্রুতিবদ্ধ। এটি পোশাক তৈরির উন্নত মানের উপকরণ ও পোশাক উৎপাদনে ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে। ১৯৯৫ সালে হান্দা ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠিত হয়। এর অধীনে একাধিক সহায়ক প্রতিষ্ঠান রয়েছে, যা ওয়েফট নিটেড কাপড়, বুননের রঙ ও ফিনিশিং, পোশাক নকশা এবং উৎপাদন নিয়ে গবেষণা ও উন্নয়নে গভীরভাবে কাজ করে আসছে।
বছরের পর বছর ধরে ‘উদ্ভাবন, নিষ্ঠা, সততা ও গ্রাহককে প্রাধান্য’ দিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। প্রায় ৩০ বছরের কঠোর পরিশ্রম, ধারাবাহিক উদ্ভাবন এবং বিন্যাসের মাধ্যমে হান্দা একটি ছোট ও মাঝারি আকারের উদ্যোগ থেকে একটি শক্তিশালী উদ্যোগে রূপান্তরিত হয়েছে। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও অন্যান্য স্থানে এর উৎপাদন ও বিপণন কেন্দ্র রয়েছে। এতে প্রায় ১০ হাজারের বেশি কর্মী কাজ করেন এবং বার্ষিক আয় ৩০ কোটি মার্কিন ডলারেরও বেশি।
বিপুল অংকের বিনিয়োগ পাচ্ছে শপআপ

মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী দেশ সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি ‘স্যারি’-এর সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী স্টার্টআপ কোম্পানি শপআপ। নতুন সেই কোম্পানির নামকরণ করা হয়েছে ‘সিল্ক’ গ্রুপ। এদিকে নতুন গ্রুপ গঠনের পরপরই ১১০ মিলিয়ন মার্কিন ডলারের বড় বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৩৪২ কোটি টাকা। গতকাল বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ। মার্কিন এই সংবাদমাধ্যমটি বলছে, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের ভেঞ্চার ক্যাপিটাল শাখা এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চারস যৌথভাবে নবগঠিত বাণিজ্য প্ল্যাটফর্ম সিল্ক গ্রুপে ১১০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের নেতৃত্ব দিচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ৯২৫ বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা সানাবিল ইনভেস্টমেন্টস এবং ভ্যালার কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিনিয়োগকারীদের একটি গ্রুপে যোগ দিচ্ছে। বাংলাদেশের বৃহত্তম বিজনেস-টু-বিজনেস বাণিজ্য প্ল্যাটফর্ম শপআপ এবং উপসাগরীয় অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় বাজার স্যারি-এর একীভূতকরণের মাধ্যমে সিল্ক গ্রুপ তৈরি করা হয়েছে। এই সম্মিলিত সত্তা উপসাগরীয় অঞ্চল এবং এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাজারকে লক্ষ্য করে তাদের কার্যক্রম পরিচালনা করবে। মূলত বাংলাদেশের শপআপ ও সৌদি আরবের স্যারি একে অপরের সঙ্গে একীভূত হলেও কোম্পানি দুটি নিজের নামেই নিজ নিজ ব্যবসা ক্ষেত্রে ব্যবসা চালিয়ে যাবে। তবে এই দুই কোম্পানির মালিকানায় থাকবে নতুন কোম্পানি সিল্ক গ্রুপ।