ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

প্যারিসের রিসাইক্লিং কারখানায় আগুন

  • আপডেট সময় : ০৭:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ফ্রান্সের প্যারিসের একটি রিসাইক্লিং কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। গত সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় প্যারিস-১৭ এর আওতায় নতুন কোর্ট কমপ্লেক্সের পাশে এ ঘটনা ঘটে। অগ্নিনির্বাপক কর্মীদের দলগুলো সাধারণ জনগণকে সতর্ক করে এই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ সময় ২শ দমকলকর্মীসহ ৬০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। দমকলকর্মী ও গাড়িগুলো চলাচলের সুবিধার্থে প্যারিসের চারপাশে অবস্থিত রিংরোডের কিছু অংশ বন্ধ রাখা হয়।

মেয়র জিওফ্রে বোলার্ড ফরাসি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ভবনটি সম্পূর্ণভাবে ভস্মীভূত ও ধ্বংস হয়ে গেছে। ভেতরে থাকা সব কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে আগুন নিচতলায় লেগে দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় রাজধানীর পুরো আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্যারিসের দমকল বাহিনী টুইটের মাধ্যমে ওই এলাকার লোকজনদের নিরাপদ দূরত্বে সরে যেতে পরামর্শ দিয়েছেন। নগর কর্তৃপক্ষের বরাতে জানা যায়, এই কারখানাটি ২০১৯ সালে কার্যক্রম শুরু করে। প্যারিসের প্রায় ১০ লাখ মানুষের ব্যবহার্য জিনিসপত্র পুনর্ব্যবহারযোগ্য করার কাজ হতো এই কারখানাটিতে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্যারিসের রিসাইক্লিং কারখানায় আগুন

আপডেট সময় : ০৭:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ফ্রান্সের প্যারিসের একটি রিসাইক্লিং কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। গত সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় প্যারিস-১৭ এর আওতায় নতুন কোর্ট কমপ্লেক্সের পাশে এ ঘটনা ঘটে। অগ্নিনির্বাপক কর্মীদের দলগুলো সাধারণ জনগণকে সতর্ক করে এই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ সময় ২শ দমকলকর্মীসহ ৬০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। দমকলকর্মী ও গাড়িগুলো চলাচলের সুবিধার্থে প্যারিসের চারপাশে অবস্থিত রিংরোডের কিছু অংশ বন্ধ রাখা হয়।

মেয়র জিওফ্রে বোলার্ড ফরাসি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ভবনটি সম্পূর্ণভাবে ভস্মীভূত ও ধ্বংস হয়ে গেছে। ভেতরে থাকা সব কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে আগুন নিচতলায় লেগে দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় রাজধানীর পুরো আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্যারিসের দমকল বাহিনী টুইটের মাধ্যমে ওই এলাকার লোকজনদের নিরাপদ দূরত্বে সরে যেতে পরামর্শ দিয়েছেন। নগর কর্তৃপক্ষের বরাতে জানা যায়, এই কারখানাটি ২০১৯ সালে কার্যক্রম শুরু করে। প্যারিসের প্রায় ১০ লাখ মানুষের ব্যবহার্য জিনিসপত্র পুনর্ব্যবহারযোগ্য করার কাজ হতো এই কারখানাটিতে।