ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

আর্সেনালের দারুণ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাপ্তি

  • আপডেট সময় : ০৫:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: রেয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালের পথে বড় পদক্ষেপ নিয়েছে আর্সেনাল, সঙ্গে দারুণ এক সুখবর পেয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগও। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলতে পারবে ইংল্যান্ডের পাঁচটি দল। ওই আসরে প্রিমিয়ার লিগের মোট দলের সংখ্যা হতে পারে এমনকি সাতটি পর্যন্ত! চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার আর্সেনালের জয় দিয়ে নিশ্চিত হয়ে গেছে, উয়েফার ‘অ্যাসোসিয়েশন ক্লাব কোএফিসিয়েন্ট র‌্যাঙ্কিং’-এ ইংল্যান্ড শীর্ষ দুই থাকছেই।

তাতে ‘ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট’ বা ইপিএস পেয়ে গেছে প্রিমিয়ার লিগ। আগামী মৌসুম তাই চারটি নয়, এবারের প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে। উয়েফা ‘কোএফিসিয়েন্ট’ হলো পরিসংখ্যানভিত্তিক একটি পদ্ধতি, যে গাণিতিক পদ্ধতি ব্যবহার করা হয় ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে উয়েফার দলগুলির র‌্যাঙ্কিং ও সিডিংয়ের জন্য। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে দলগুলির পারফরম্যান্স দুটি লিগকে ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট’ বা ইপিএস দেওয়া হয়। এই টুর্নামেন্টগুলোয় কোনো ক্লাবের প্রতিটি জয়ের জন্য তার দেশের লিগ পায় দুই পয়েন্ট, ড্রয়ের জন্য এক পয়েন্ট।

এছাড়াও আছে বোনাস পয়েন্টের ব্যবস্থা। চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলের লিগ পায় ১২ বোনাস পয়েন্ট, ইউরোপা লিগের ছয় ও কনফারেন্স লিগের চার। এছাড়াও শেষ ষোলো থেকে পরবর্তী ধাপে পৌঁছানোর জন্যও আছে বাড়তি বোনাস পয়েন্ট। আপাতত এখানে শীর্ষে ইংল্যান্ড। সেরা দুইয়ে থাকাও তাদের নিশ্চিত। এখন দুইয়ে আছে স্পেন, তিনে ইতালি, চারে জার্মানি।

চেলসি, ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলার মতো দলগুলির জন্য এটি দারুণ খবর। শীর্ষ চারে জায়গার জন্য তুমুল লড়াই চলছে এই চার দলের। সেখানে তাদের জায়গা এখন একটি বেশি হচ্ছে নিশ্চিতভাবেই। প্রিমিয়ার লিগে এখন ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট চেলসির, সিটির পয়েন্ট ৫২, অ্যাস্টন ভিলার ৫১। এক ম্যাচ কম খেলে নিউক্যাসলের পয়েন্ট ৫৩। অ্যাস্টন ভিলার জন্য অবশ্য সুযোগ আছে আরও একটি জায়গায়। চ্যাম্পিয়ন্স লিগে এখনও টিকে আছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে তারা যদি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে না থাকলেও পরের চ্যাম্পিয়ন্স লিগে স্বয়ংক্রিয়ভাবে খেলতে পারবে তারা।

একই নিয়ম প্রযোজ্য ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলের জন্যও। এই টুর্নামেন্টে এখনও টিকে আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। সব মিলিয়ে তাই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে ইংল্যান্ডের সাতটি দলকে!

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আর্সেনালের দারুণ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাপ্তি

আপডেট সময় : ০৫:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: রেয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালের পথে বড় পদক্ষেপ নিয়েছে আর্সেনাল, সঙ্গে দারুণ এক সুখবর পেয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগও। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলতে পারবে ইংল্যান্ডের পাঁচটি দল। ওই আসরে প্রিমিয়ার লিগের মোট দলের সংখ্যা হতে পারে এমনকি সাতটি পর্যন্ত! চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার আর্সেনালের জয় দিয়ে নিশ্চিত হয়ে গেছে, উয়েফার ‘অ্যাসোসিয়েশন ক্লাব কোএফিসিয়েন্ট র‌্যাঙ্কিং’-এ ইংল্যান্ড শীর্ষ দুই থাকছেই।

তাতে ‘ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট’ বা ইপিএস পেয়ে গেছে প্রিমিয়ার লিগ। আগামী মৌসুম তাই চারটি নয়, এবারের প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে। উয়েফা ‘কোএফিসিয়েন্ট’ হলো পরিসংখ্যানভিত্তিক একটি পদ্ধতি, যে গাণিতিক পদ্ধতি ব্যবহার করা হয় ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে উয়েফার দলগুলির র‌্যাঙ্কিং ও সিডিংয়ের জন্য। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে দলগুলির পারফরম্যান্স দুটি লিগকে ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট’ বা ইপিএস দেওয়া হয়। এই টুর্নামেন্টগুলোয় কোনো ক্লাবের প্রতিটি জয়ের জন্য তার দেশের লিগ পায় দুই পয়েন্ট, ড্রয়ের জন্য এক পয়েন্ট।

এছাড়াও আছে বোনাস পয়েন্টের ব্যবস্থা। চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলের লিগ পায় ১২ বোনাস পয়েন্ট, ইউরোপা লিগের ছয় ও কনফারেন্স লিগের চার। এছাড়াও শেষ ষোলো থেকে পরবর্তী ধাপে পৌঁছানোর জন্যও আছে বাড়তি বোনাস পয়েন্ট। আপাতত এখানে শীর্ষে ইংল্যান্ড। সেরা দুইয়ে থাকাও তাদের নিশ্চিত। এখন দুইয়ে আছে স্পেন, তিনে ইতালি, চারে জার্মানি।

চেলসি, ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলার মতো দলগুলির জন্য এটি দারুণ খবর। শীর্ষ চারে জায়গার জন্য তুমুল লড়াই চলছে এই চার দলের। সেখানে তাদের জায়গা এখন একটি বেশি হচ্ছে নিশ্চিতভাবেই। প্রিমিয়ার লিগে এখন ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট চেলসির, সিটির পয়েন্ট ৫২, অ্যাস্টন ভিলার ৫১। এক ম্যাচ কম খেলে নিউক্যাসলের পয়েন্ট ৫৩। অ্যাস্টন ভিলার জন্য অবশ্য সুযোগ আছে আরও একটি জায়গায়। চ্যাম্পিয়ন্স লিগে এখনও টিকে আছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে তারা যদি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে না থাকলেও পরের চ্যাম্পিয়ন্স লিগে স্বয়ংক্রিয়ভাবে খেলতে পারবে তারা।

একই নিয়ম প্রযোজ্য ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলের জন্যও। এই টুর্নামেন্টে এখনও টিকে আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। সব মিলিয়ে তাই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে ইংল্যান্ডের সাতটি দলকে!