ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

গোল ভুলে যাওয়া লেস্টার সিটির অবিশ্বাস্য রেকর্ড

  • আপডেট সময় : ০৭:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আরও একটি ম্যাচ। আরও একটি হার। আরও একটি ম্যাচে নেই গোলের দেখা। লেস্টার সিটির হতাশাময় অধ্যায়ের যেন কোনো সমাপ্তি নেই! এই পথচলায় অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম উঠে গেল দলটির। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৩-০ গোলে পরাজিত হয় লেস্টার সিটি। ঘরের মাঠে ১১ মিনিটের মধ্যেই দুই গোল খেয়ে বসে লেস্টার। দুটি গোলই করেন জ্যাকব মার্ফি। ৩৪তম মিনিটে ব্যবধান এক সময় লেস্টারেই খেলা হার্ভি বার্নস। এই নিয়ে টানা আট ম্যাচে কোনো গোল না করেই হেরে গেল লেস্টার। প্রিমিয়ার লিগের ইতিহাসে টানা গোল না এত ম্যাচ হেরে যাওয়া প্রথম দল তারা। প্রিমিয়ার লিগ জমানার আগে ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা আট ম্যাচে গোল না করে ম্যাচ হারার নজির আছে স্রেফ একটি। ১৯৭৬-৭৭ মৌসুমে সেই অভিজ্ঞতা হয়েছিল সান্ডারল্যান্ডের।

গত ২৬ জানুয়ারি টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-১ গোলে জয়ের ম্যাচটির পর আর কোনো গোল করতে পারেনি লেস্টার। অবিশ্বাস্যভাবে, গত ৮ ডিসেম্বরের পর ঘরের মাঠে আর কোনো গোল তারা করতে পারেননি লিগে। দুঃস্বপ্নের এই মৌসুমে প্রথম দল হিসেবে ঘরের মাঠে ১১ ম্যাচ হারার রেকর্ডও এ দিন গড়ে ফেলে লেস্টার। মৌসুমের শুরু থেকেই বাজে পারফরম্যান্সের পথ ধরে গত নভেম্বরে স্টিভ কুপারকে সরিয়ে রুড ফন নিস্টলরয়কে কোচের দায়িত্ব দেয় দলটি। সেই সময় পয়েন্ট তালিকায় তারা ছিল ১৬ নম্বরে। ২০ দলের আসরে এখন তারা আছে ১৯ নম্বরে। ৩১ ম্যাচে স্রেফ চার জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ১৭। পরের দুটি ম্যাচ যদি তারা হারে কিংবা ১৭ নম্বরে থাকা উলভারহ্যাম্পটন যদি পরের দুই ম্যাচ জিতে যায়, তাহলেই অবনমন নিশ্চিত হয়ে যাবে তাদের। এই দুই ম্যাচে না হলেও এবার অবনমন অনেকটাই নিশ্চিত ২০১৫-১৬ আসরের চ্যাম্পিয়নদের। সবশেষ ১৬ ম্যাচের ১৫টিই হেরেছে তারা।

ম্যাচ শেষে ডিফেন্ডার জেমস জাস্টিনের কণ্ঠে ফুটে উঠল সেই যন্ত্রণার ছাপ। “জানি না, সবশেষ পয়েন্ট পাওয়ার পর কতগুলোম্যাচ খেলে ফেলেছি আমরা। মাঠে আমরা যেভাবে খেলছি, ক্লাবের জন্য খুবই ভয়ানক ব্যাপার তা। এখনও কিছুটা সম্ভাবনা আমাদের আছে (প্রিমিয়ারে টিকে থাকার) এবং আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। তবে মাঠে তা দেখাতে পারছি না আমরা।”

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গোল ভুলে যাওয়া লেস্টার সিটির অবিশ্বাস্য রেকর্ড

আপডেট সময় : ০৭:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: আরও একটি ম্যাচ। আরও একটি হার। আরও একটি ম্যাচে নেই গোলের দেখা। লেস্টার সিটির হতাশাময় অধ্যায়ের যেন কোনো সমাপ্তি নেই! এই পথচলায় অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম উঠে গেল দলটির। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৩-০ গোলে পরাজিত হয় লেস্টার সিটি। ঘরের মাঠে ১১ মিনিটের মধ্যেই দুই গোল খেয়ে বসে লেস্টার। দুটি গোলই করেন জ্যাকব মার্ফি। ৩৪তম মিনিটে ব্যবধান এক সময় লেস্টারেই খেলা হার্ভি বার্নস। এই নিয়ে টানা আট ম্যাচে কোনো গোল না করেই হেরে গেল লেস্টার। প্রিমিয়ার লিগের ইতিহাসে টানা গোল না এত ম্যাচ হেরে যাওয়া প্রথম দল তারা। প্রিমিয়ার লিগ জমানার আগে ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা আট ম্যাচে গোল না করে ম্যাচ হারার নজির আছে স্রেফ একটি। ১৯৭৬-৭৭ মৌসুমে সেই অভিজ্ঞতা হয়েছিল সান্ডারল্যান্ডের।

গত ২৬ জানুয়ারি টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-১ গোলে জয়ের ম্যাচটির পর আর কোনো গোল করতে পারেনি লেস্টার। অবিশ্বাস্যভাবে, গত ৮ ডিসেম্বরের পর ঘরের মাঠে আর কোনো গোল তারা করতে পারেননি লিগে। দুঃস্বপ্নের এই মৌসুমে প্রথম দল হিসেবে ঘরের মাঠে ১১ ম্যাচ হারার রেকর্ডও এ দিন গড়ে ফেলে লেস্টার। মৌসুমের শুরু থেকেই বাজে পারফরম্যান্সের পথ ধরে গত নভেম্বরে স্টিভ কুপারকে সরিয়ে রুড ফন নিস্টলরয়কে কোচের দায়িত্ব দেয় দলটি। সেই সময় পয়েন্ট তালিকায় তারা ছিল ১৬ নম্বরে। ২০ দলের আসরে এখন তারা আছে ১৯ নম্বরে। ৩১ ম্যাচে স্রেফ চার জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ১৭। পরের দুটি ম্যাচ যদি তারা হারে কিংবা ১৭ নম্বরে থাকা উলভারহ্যাম্পটন যদি পরের দুই ম্যাচ জিতে যায়, তাহলেই অবনমন নিশ্চিত হয়ে যাবে তাদের। এই দুই ম্যাচে না হলেও এবার অবনমন অনেকটাই নিশ্চিত ২০১৫-১৬ আসরের চ্যাম্পিয়নদের। সবশেষ ১৬ ম্যাচের ১৫টিই হেরেছে তারা।

ম্যাচ শেষে ডিফেন্ডার জেমস জাস্টিনের কণ্ঠে ফুটে উঠল সেই যন্ত্রণার ছাপ। “জানি না, সবশেষ পয়েন্ট পাওয়ার পর কতগুলোম্যাচ খেলে ফেলেছি আমরা। মাঠে আমরা যেভাবে খেলছি, ক্লাবের জন্য খুবই ভয়ানক ব্যাপার তা। এখনও কিছুটা সম্ভাবনা আমাদের আছে (প্রিমিয়ারে টিকে থাকার) এবং আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। তবে মাঠে তা দেখাতে পারছি না আমরা।”