ক্রীড়া প্রতিবেদক: সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেও মাঠে থাকতেন তামিম
ইকবাল, নেতৃত্ব দিতেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। কিন্তু হৃদরোগে আক্রান্ত
হয়ে এখন তার ক্রিকেট ক্যারিয়ারই অনিশ্চয়তায়। ড্রেসিং রুমে এখন তিনি না থাকলেও
তাকে অনুভব করছে দল। নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নেমে প্রথম জয়টি তাকে
উৎসর্গ করলেন নতুন অধিনায়ক তাওহিদ হৃদয়। গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের
অষ্টম রাউন্ডের ম্যাচে টসের পর হার্ট অ্যাটাক হয় তামিমের। পরে হার্টে ব্লক ধরা পড়লে
একটি স্টেন্ট বসানো হয়।
হাসপাতাল থেকে বাসায় ফিরে আপাতত তিনি বিশ্রামে।
স্বাভাবিক জীবন শুরু করতে আরও মাস তিনেক সময় লাগতে পারে। অধিনায়ককে
হাসপাতালে রেখে সেদিন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে সহজ জয় পেয়েছিল
মোহামেডান। ঈদের বিরতির আগে সেটিই ছিল লিগের শেষ ম্যাচ।
প্রায় দুই সপ্তাহের ছুটির পর রোববার আবার শুরু হয় খেলা। একই ছন্দ ধরে রাখে
শিরোপাপ্রত্যাশী দলটি। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক
ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারায় তারা। তামিমের অনুপস্থিতিতে শাইনপুকুরের
বিপক্ষে মোহামেডানকে নেতৃত্ব দেন হৃদয়। লিগের বাকি অংশের জন্য তাকেই অধিনায়ক
করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। প্রাইম ব্যাংককে হারানোর পর সামাজিক মাধ্যমে হৃদয়
বলেন, তাদের এই জয়টি তামিমের জন্য।
“মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে
আমরা আজকের (রোববার) জয়টি তামিম ইকবাল ভাইকে উৎসর্গ করছি। আমরা আপনাতে
মিস করেছি।” হার্ট অ্যাটাকের পর তাৎক্ষণিকভাবে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে
চিকিৎসা হয় তামিমের। পরবর্তীতে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয় তাকে।
শারীরিক অবস্থা উন্নতির দিকে থাকায় পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় যাওয়ার
অনুমতি পান দেশের সর্বকালের সেরা ওপেনার। শারীরিক কিছু পরীক্ষা করানো ও পরবর্তী
করণীয় বোঝার জন্য সোমবার রাতে সিঙ্গাপুরে যাবেন তিনি।