ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

থাইল্যান্ডে সাঁতারু রাফির এবার রৌপ্য, নেপথ্যে অলিম্পিয়ান কোচ

  • আপডেট সময় : ০৮:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: থাইল্যান্ডে অ্যারেনা থাই উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশি
সাঁতারু সামিউল ইসলাম রাফি আজও পদক পেয়েছেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে
তিনি রৌপ্য জিতেছেন। গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে পেয়েছিলেন ব্রোঞ্জ পদক। ১০০
মিটারের মতো ৫০ মিটারেও রাফি নিজের সেরা টাইমিং করেছেন। আজ তিনি ২৭.১৭
সেকেন্ড টাইমিংয়ে রৌপ্য জেতেন। তার আগের সেরা টাইমিং ২৭.২০ সময় নিয়ে
ব্রোঞ্জ জেতেন তুর্কমেনিস্তানের সাঁতারু। ১০০ মিটারে ব্যাকস্ট্রোকে স্বর্ণ জেতা
থাই সাঁতারু ৫০ মিটারে ২৬.৭৮ টাইমিংয়ে স্বর্ণ জেতেন। এই ইভেন্টে স্বাগতিক
থাইল্যান্ডসহ আরো কয়েকটি দেশের প্রতিযোগি মিলিয়ে প্রায় ৪০ জনের মতো অংশ

নেন। থাইল্যান্ডে দুই পদক জিতে এসএ গেমসে স্বর্ণের আশা বেড়েছে বাংলাদেশি
সাঁতারু রাফির, ‘মালয়েশিয়ায় আরেকটি টুর্নামেন্ট খেলব সামনে। এর আগেই
আমি ৫০ মিটারে টাইমিং ২৬ এর মধ্যে আনব। এসএ গেমসে ২৬ টাইমিংয়ে স্বর্ণ
জয় করা সম্ভব।’ বাংলাদেশের সম্ভাবনাময় সাঁতারু রাফি। জাতীয় পর্যায়ে একাধিক
রেকর্ড ও স্বর্ণ রয়েছে রাজবাড়ীর এই সন্তানের।

বাংলাদেশের সাঁতারের আগামীর ভবিষ্যত
বিবেচনা করে সাতার ফেডারেশন তাকে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে
বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তির আওতায়। প্রায় দেড় বছর তিনি থাইল্যান্ডের ফুকেটে
প্রশিক্ষণ করছেন। তিনি রাশিয়ান কোচ আলেকজান্ডার টিকোনিভের অধীনে অনুশীলন
করেন। যিনি ২০০০ সালে সিডনি অলিম্পিকে পদক জিতেছিলেন।
রাশিয়ান এই কোচের অধীনে অনুশীলন করেই মূলত তার এই উন্নতি, ‘তিনি অত্যন্ত বড়
মাপের খেলোয়াড় এবং কোচ। তার কাছে আসার আগে আমি মূলত ব্যাকস্ট্রোক
সাঁতারু ছিলাম। এখন ফ্রি স্টাইল, মিডলেও ভালো করছি। দেশে ফ্রি স্টাইলে স্বর্ণ
জিতলাম। আর মূল ইভেন্ট ব্যাকস্ট্রোকে তো ধারাবাহিকভাবে উন্নতি করছিই।’ বিশ্ব
সাঁতার ফেডারেশন থাইল্যান্ড, আমেরিকা, ফ্রান্স ও হাঙেরী এই চার দেশে তাদের বৃত্তির
আওতায় শতাধিক উদীয়মান বা সম্ভাবনাময় সাঁতারুকে প্রশিক্ষণ করায়। সামিউল
ইসলাম রাফির আগে এই বৃত্তির আওতাতেই ছিলেন সাবেক অলিম্পিয়ান মাহফিজুর
রহমান সাগর। থাইল্যান্ডের এই প্রশিক্ষণ ব্যবস্থা নিয়ে রাফি বলেন, ‘আসলে এটা বিশ্ব
মানের সাঁতারুদের ক্ষেত্র। অত্যন্ত আধুনিক ও বৈজ্ঞানিকভাবে এখানে প্রশিক্ষণ হয়। আমার
কোচও অত্যন্ত আন্তরিক। তিনি খুব যত্ন সহকারে শেখান।’ সামিউল ইসলাম রাফি
নিজেও অলিম্পিয়ান। গত বছর প্যারিস অলিম্পিকে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব
করেছেন। অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথের মতো বৈশ্বিক/মহাদেশীয় আসর
বাংলাদেশের জন্য অংশগ্রহণ আর সেরা টাইমিং করার। রাফি ব্যাকস্ট্রোক সাঁতারু হয়েও
ফ্রি স্টাইলে তার সেরা টাইমিং করেছিলেন প্যারিসে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

থাইল্যান্ডে সাঁতারু রাফির এবার রৌপ্য, নেপথ্যে অলিম্পিয়ান কোচ

আপডেট সময় : ০৮:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: থাইল্যান্ডে অ্যারেনা থাই উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশি
সাঁতারু সামিউল ইসলাম রাফি আজও পদক পেয়েছেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে
তিনি রৌপ্য জিতেছেন। গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে পেয়েছিলেন ব্রোঞ্জ পদক। ১০০
মিটারের মতো ৫০ মিটারেও রাফি নিজের সেরা টাইমিং করেছেন। আজ তিনি ২৭.১৭
সেকেন্ড টাইমিংয়ে রৌপ্য জেতেন। তার আগের সেরা টাইমিং ২৭.২০ সময় নিয়ে
ব্রোঞ্জ জেতেন তুর্কমেনিস্তানের সাঁতারু। ১০০ মিটারে ব্যাকস্ট্রোকে স্বর্ণ জেতা
থাই সাঁতারু ৫০ মিটারে ২৬.৭৮ টাইমিংয়ে স্বর্ণ জেতেন। এই ইভেন্টে স্বাগতিক
থাইল্যান্ডসহ আরো কয়েকটি দেশের প্রতিযোগি মিলিয়ে প্রায় ৪০ জনের মতো অংশ

নেন। থাইল্যান্ডে দুই পদক জিতে এসএ গেমসে স্বর্ণের আশা বেড়েছে বাংলাদেশি
সাঁতারু রাফির, ‘মালয়েশিয়ায় আরেকটি টুর্নামেন্ট খেলব সামনে। এর আগেই
আমি ৫০ মিটারে টাইমিং ২৬ এর মধ্যে আনব। এসএ গেমসে ২৬ টাইমিংয়ে স্বর্ণ
জয় করা সম্ভব।’ বাংলাদেশের সম্ভাবনাময় সাঁতারু রাফি। জাতীয় পর্যায়ে একাধিক
রেকর্ড ও স্বর্ণ রয়েছে রাজবাড়ীর এই সন্তানের।

বাংলাদেশের সাঁতারের আগামীর ভবিষ্যত
বিবেচনা করে সাতার ফেডারেশন তাকে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে
বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তির আওতায়। প্রায় দেড় বছর তিনি থাইল্যান্ডের ফুকেটে
প্রশিক্ষণ করছেন। তিনি রাশিয়ান কোচ আলেকজান্ডার টিকোনিভের অধীনে অনুশীলন
করেন। যিনি ২০০০ সালে সিডনি অলিম্পিকে পদক জিতেছিলেন।
রাশিয়ান এই কোচের অধীনে অনুশীলন করেই মূলত তার এই উন্নতি, ‘তিনি অত্যন্ত বড়
মাপের খেলোয়াড় এবং কোচ। তার কাছে আসার আগে আমি মূলত ব্যাকস্ট্রোক
সাঁতারু ছিলাম। এখন ফ্রি স্টাইল, মিডলেও ভালো করছি। দেশে ফ্রি স্টাইলে স্বর্ণ
জিতলাম। আর মূল ইভেন্ট ব্যাকস্ট্রোকে তো ধারাবাহিকভাবে উন্নতি করছিই।’ বিশ্ব
সাঁতার ফেডারেশন থাইল্যান্ড, আমেরিকা, ফ্রান্স ও হাঙেরী এই চার দেশে তাদের বৃত্তির
আওতায় শতাধিক উদীয়মান বা সম্ভাবনাময় সাঁতারুকে প্রশিক্ষণ করায়। সামিউল
ইসলাম রাফির আগে এই বৃত্তির আওতাতেই ছিলেন সাবেক অলিম্পিয়ান মাহফিজুর
রহমান সাগর। থাইল্যান্ডের এই প্রশিক্ষণ ব্যবস্থা নিয়ে রাফি বলেন, ‘আসলে এটা বিশ্ব
মানের সাঁতারুদের ক্ষেত্র। অত্যন্ত আধুনিক ও বৈজ্ঞানিকভাবে এখানে প্রশিক্ষণ হয়। আমার
কোচও অত্যন্ত আন্তরিক। তিনি খুব যত্ন সহকারে শেখান।’ সামিউল ইসলাম রাফি
নিজেও অলিম্পিয়ান। গত বছর প্যারিস অলিম্পিকে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব
করেছেন। অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথের মতো বৈশ্বিক/মহাদেশীয় আসর
বাংলাদেশের জন্য অংশগ্রহণ আর সেরা টাইমিং করার। রাফি ব্যাকস্ট্রোক সাঁতারু হয়েও
ফ্রি স্টাইলে তার সেরা টাইমিং করেছিলেন প্যারিসে।