ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

কালশীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত

  • আপডেট সময় : ০৮:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

বামে মো. রিয়াদ গাজী ও ডানে মো. তোফাজ্জল -ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন- মো. রিয়াদ গাজী (১৭) ও মো. তোফাজ্জল (১৯)।

শনিবার (৫ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনের পরিচয় শনাক্ত করেন তাদের স্বজনরা। তবে এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন স্বজনরা। এছাড়াও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুই যুবকের ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, গতকাল সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন নিহতের ঘটনায় প্রাইভেটকারসহ চালককে রাজকে আটক করা হয়েছিল। নিহতের পরিবারের পক্ষে থেকে মামলার না করায় ডিএমপির নিয়মিত মামলায় চালক রাজকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি নজরুল ইসলাম আরো বলেন, নিহত দুই যুবকের স্বজনদের আবেদনের পেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে ক্ষমা হস্তান্তর করা হয়েছে।
নিহত রিয়াদের চাচা আব্দুল্লাহ বলেন, আমার ভাই দুবাইপ্রবাসী আর আমার ভাতিজা চাঁদপুরে একটি কলেজে পড়াশোনা করতো। ঈদের ছুটিতে ঢাকায় বন্ধু তোফাজ্জলের বাসায় ঘুরতে যায়। শুক্রবার দুই বন্ধু মোটরসাইকেলে করে পল্লবীর কালশী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তারা গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তোফাজ্জলের ভাই নাঈম বলেন, আমার ভাই ক্যান্টনমেন্টের মানিকদি ইএলএফ চাইল্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানায়। বর্তমানে ক্যান্টনমেন্টের মানিকদি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের পেট্রোল ঢেলে আগুন

কালশীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত

আপডেট সময় : ০৮:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন- মো. রিয়াদ গাজী (১৭) ও মো. তোফাজ্জল (১৯)।

শনিবার (৫ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনের পরিচয় শনাক্ত করেন তাদের স্বজনরা। তবে এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন স্বজনরা। এছাড়াও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুই যুবকের ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, গতকাল সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন নিহতের ঘটনায় প্রাইভেটকারসহ চালককে রাজকে আটক করা হয়েছিল। নিহতের পরিবারের পক্ষে থেকে মামলার না করায় ডিএমপির নিয়মিত মামলায় চালক রাজকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি নজরুল ইসলাম আরো বলেন, নিহত দুই যুবকের স্বজনদের আবেদনের পেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে ক্ষমা হস্তান্তর করা হয়েছে।
নিহত রিয়াদের চাচা আব্দুল্লাহ বলেন, আমার ভাই দুবাইপ্রবাসী আর আমার ভাতিজা চাঁদপুরে একটি কলেজে পড়াশোনা করতো। ঈদের ছুটিতে ঢাকায় বন্ধু তোফাজ্জলের বাসায় ঘুরতে যায়। শুক্রবার দুই বন্ধু মোটরসাইকেলে করে পল্লবীর কালশী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তারা গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তোফাজ্জলের ভাই নাঈম বলেন, আমার ভাই ক্যান্টনমেন্টের মানিকদি ইএলএফ চাইল্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানায়। বর্তমানে ক্যান্টনমেন্টের মানিকদি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকি।