ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

এলো খুশির ঈদ

  • আপডেট সময় : ০৮:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ঈদের খুশির ফাইল ছবি

সুখদেব সানা: প্রতি বছর পবিত্র ঈদুল ফিতরের ঈদ পালনের সময় কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য বাণীসমৃদ্ধ গানটি মনে পড়ে ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’। ধর্মপ্রাণ মুসলমানসহ প্রত্যেকটি মানুষের হৃদয় নাড়িয়ে দেয় এই গান। বাঙালি মুসলমানদের ঈদ উৎসব পালনে এই গান যেন আবশ্যক অনুষঙ্গ হয়ে উঠেছে।

সময়ের পরিক্রমায় বছর ঘুরে আবারো এলো সেই খুশির ঈদ। এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কবে উদযাপন হবে, তা আজ রোববার জানা যাবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদের তারিখ জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন শনিবার (২৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত টেলিফোন বা ফ্যাক্স নম্বরে তথ্য জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ অথবা ০২-৪১০৫০৯১৭) কিংবা ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ বা ০২-৯৫৫৫৯৫১)।

এছাড়া, সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা যাবে। রমজান মাস ২৯ দিনে পূর্ণ হলে ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে। তবে রমজান ৩০ দিন পূর্ণ হলে ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

বিভিন্ন দেশে চাঁদ দেখা ও ঈদের দিন নির্ধারণ: আরবি রমজান মাসের সমাপ্তি ঘোষণা করতে আসা শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় মুসলিম বিশ্ব, যে বাঁকা চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সূচনা হবে ঈদুল ফিতরের।

কবে থেকে রমজান শুরু হবে তা সাধারণত সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষই চাঁদ দেখা সাপেক্ষে ঠিক করে। মুসলিমদের কাছে মহা পবিত্র এ মাসে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় ইসলাম ধর্মাবলম্বীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে। শাওয়ালের চাঁদে যার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

চলতি ১৪৪৬ হিজরি বর্ষের রমজান মাস শেষ হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে শাওয়ালের চাঁদ দেখার প্রস্তুতি। অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য-উপাত্ত ও শাওয়ালের চাঁদের অবস্থানের ওপর ভিত্তি করে আগামী সোমবার দেশটিতে ঈদুল ফিতর উদ্যাপনের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে গালফ নিউজ।

জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণ ও চাঁদ দেখার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জানায়, ২৯ মার্চ শনিবার সিডনি সময় রাত ৯টা ৫৭ মিনিটে, পার্থের সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটের দিকে শাওয়ালের চাঁদের জন্ম হবে। দুই ক্ষেত্রেই চাঁদের উদয় হবে সূর্যাস্তের পর। যেহেতু নতুন চাঁদ সূর্যাস্তের আগে দেখা যাবে না, তাই শাওয়াল সেদিন থেকে শুরু হতে পারে না। এই হিসাবে অস্ট্রেলিয়ায় রমজান মাস ৩০ দিনের হবে, শেষ হবে ৩০ মার্চ রোববার।

গালফ নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল যেসব বিষয়ের ওরপর নির্ভর করে রমজানের শেষ ও শাওয়ালের শুরু ঠিক করে, তার মধ্যে আছে- সূর্যাস্তের আগে চাঁদের জন্ম গণনা, সূর্যাস্তের পরে চাঁদ অস্ত যাওয়ার সময়কাল ও চাঁদ দেখা যাওয়া সম্ভাবনা।

বিশ্বের অনেক দেশে এভাবেই ঈদের তারিখ ঠিক হলেও অনেক ইসলামী পণ্ডিত ও ইমামের মধ্যে এ প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা রয়েছে। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সব মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসঙ্গে কাজ করতে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

রমজান মাস শেষ হয়ে আসায় ঈদুল ফিতর আয়োজনে প্রস্তুত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতও। ঈদের দিন সকালে দেশটির কয়েকশ মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি চলছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় মাগরিব নামাজের পর আরব আমিরাতে চাঁদ দেখা কমিটির সদস্যরা একত্রিত হবেন বলে জানা যায়; শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে তারা ঈদ রোববার না সোমবার হবে তা ঘোষণা করবেন।

প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, পাঁচ স্তরের নিরাপত্তা: দেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। ঈদুল ফিতরের ১৯৮তম জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে এই ঈদগাহ। এই ময়দানে ঈদ জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তাজনিত কারণে মুসল্লিদের সঙ্গে মোবাইল না আনার বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। তা ছাড়া ছাতা নেওয়ার ওপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

ঈদের দিন সকাল ১০টায় শুরু হবে ঈদুল ফিতরের জামাত। ঈদ জামাতে ইমামের দায়িত্বে ফিরেছেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। গত (২ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদগাহ ময়দান কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতাদের চাপে তাকে ইমামতি থেকে সরিয়ে দেওয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর পুনরায় দায়িত্বে ফিরলেন তিনি।

সোমবার (২৯ মার্চ) শোলাকিয়া ঈদগাহ ময়দানের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন শোলাকিয়া ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান, নাঈমুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি, র্যাব-১৪ এবং পুলিশ সুপার হাছান চৌধুরী।

এছাড়াও ঈদুল ফিতর পালনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

এলো খুশির ঈদ

আপডেট সময় : ০৮:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

সুখদেব সানা: প্রতি বছর পবিত্র ঈদুল ফিতরের ঈদ পালনের সময় কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য বাণীসমৃদ্ধ গানটি মনে পড়ে ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’। ধর্মপ্রাণ মুসলমানসহ প্রত্যেকটি মানুষের হৃদয় নাড়িয়ে দেয় এই গান। বাঙালি মুসলমানদের ঈদ উৎসব পালনে এই গান যেন আবশ্যক অনুষঙ্গ হয়ে উঠেছে।

সময়ের পরিক্রমায় বছর ঘুরে আবারো এলো সেই খুশির ঈদ। এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কবে উদযাপন হবে, তা আজ রোববার জানা যাবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদের তারিখ জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন শনিবার (২৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত টেলিফোন বা ফ্যাক্স নম্বরে তথ্য জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ অথবা ০২-৪১০৫০৯১৭) কিংবা ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ বা ০২-৯৫৫৫৯৫১)।

এছাড়া, সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা যাবে। রমজান মাস ২৯ দিনে পূর্ণ হলে ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে। তবে রমজান ৩০ দিন পূর্ণ হলে ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

বিভিন্ন দেশে চাঁদ দেখা ও ঈদের দিন নির্ধারণ: আরবি রমজান মাসের সমাপ্তি ঘোষণা করতে আসা শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় মুসলিম বিশ্ব, যে বাঁকা চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সূচনা হবে ঈদুল ফিতরের।

কবে থেকে রমজান শুরু হবে তা সাধারণত সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষই চাঁদ দেখা সাপেক্ষে ঠিক করে। মুসলিমদের কাছে মহা পবিত্র এ মাসে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় ইসলাম ধর্মাবলম্বীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে। শাওয়ালের চাঁদে যার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

চলতি ১৪৪৬ হিজরি বর্ষের রমজান মাস শেষ হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে শাওয়ালের চাঁদ দেখার প্রস্তুতি। অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য-উপাত্ত ও শাওয়ালের চাঁদের অবস্থানের ওপর ভিত্তি করে আগামী সোমবার দেশটিতে ঈদুল ফিতর উদ্যাপনের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে গালফ নিউজ।

জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণ ও চাঁদ দেখার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জানায়, ২৯ মার্চ শনিবার সিডনি সময় রাত ৯টা ৫৭ মিনিটে, পার্থের সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটের দিকে শাওয়ালের চাঁদের জন্ম হবে। দুই ক্ষেত্রেই চাঁদের উদয় হবে সূর্যাস্তের পর। যেহেতু নতুন চাঁদ সূর্যাস্তের আগে দেখা যাবে না, তাই শাওয়াল সেদিন থেকে শুরু হতে পারে না। এই হিসাবে অস্ট্রেলিয়ায় রমজান মাস ৩০ দিনের হবে, শেষ হবে ৩০ মার্চ রোববার।

গালফ নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল যেসব বিষয়ের ওরপর নির্ভর করে রমজানের শেষ ও শাওয়ালের শুরু ঠিক করে, তার মধ্যে আছে- সূর্যাস্তের আগে চাঁদের জন্ম গণনা, সূর্যাস্তের পরে চাঁদ অস্ত যাওয়ার সময়কাল ও চাঁদ দেখা যাওয়া সম্ভাবনা।

বিশ্বের অনেক দেশে এভাবেই ঈদের তারিখ ঠিক হলেও অনেক ইসলামী পণ্ডিত ও ইমামের মধ্যে এ প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা রয়েছে। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সব মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসঙ্গে কাজ করতে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

রমজান মাস শেষ হয়ে আসায় ঈদুল ফিতর আয়োজনে প্রস্তুত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতও। ঈদের দিন সকালে দেশটির কয়েকশ মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি চলছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় মাগরিব নামাজের পর আরব আমিরাতে চাঁদ দেখা কমিটির সদস্যরা একত্রিত হবেন বলে জানা যায়; শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে তারা ঈদ রোববার না সোমবার হবে তা ঘোষণা করবেন।

প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, পাঁচ স্তরের নিরাপত্তা: দেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। ঈদুল ফিতরের ১৯৮তম জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে এই ঈদগাহ। এই ময়দানে ঈদ জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তাজনিত কারণে মুসল্লিদের সঙ্গে মোবাইল না আনার বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। তা ছাড়া ছাতা নেওয়ার ওপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

ঈদের দিন সকাল ১০টায় শুরু হবে ঈদুল ফিতরের জামাত। ঈদ জামাতে ইমামের দায়িত্বে ফিরেছেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। গত (২ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদগাহ ময়দান কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতাদের চাপে তাকে ইমামতি থেকে সরিয়ে দেওয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর পুনরায় দায়িত্বে ফিরলেন তিনি।

সোমবার (২৯ মার্চ) শোলাকিয়া ঈদগাহ ময়দানের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন শোলাকিয়া ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান, নাঈমুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি, র্যাব-১৪ এবং পুলিশ সুপার হাছান চৌধুরী।

এছাড়াও ঈদুল ফিতর পালনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।