ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই: বিএনপি

  • আপডেট সময় : ০৩:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

সাভারে স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস -ছবি সংগৃহীত

সাভার প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই।’

বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতা যারা বলে তারা আজকের এই স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়। অর্থাৎ একাত্তরের স্বাধীনতায় তাদের কোনও ভূমিকা ছিল না। আমি বলবো, তারা যেন একটু নিবৃত্ত থাকে এবং এই স্বাধীনতা দিবসকে সম্মান জানায়। এই স্বাধীনতাকে যেন আমরা ধরে রাখতে পারি।’

সব দলের ঐক্যের বিষয়ে তিনি বলেন, ‘অনৈক্যর কিছু নাই, একটা স্বার্থের জায়গা আছে। প্রত্যেকটা দলের একটা এথিকাল জায়গা আছে। যার যার একটা মতাদর্শ আছে। যার যার মতাদর্শ থেকে সে কথা বলে যাচ্ছে। এটা কোনও অনৈক্য আমি বলবো না। তবে অনৈক্য যদি কেউ বলে, এমন সময় যদি আসে, জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় ঐক্যের প্রয়োজন পড়বে তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবো। এখন দলীয় আদর্শের ওপর আমরা হয়তো ভিন্ন কথা বলছি।’

নির্বাচন নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘দেশের প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। আমাদের বিশ্বাসের পরিবর্তন করতে চাই না।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশে থেকে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫৪ বছর পরও প্রকৃত স্বাধীনতার স্বাদটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম। এখন আবার নতুন করে পেয়েছি ৫ তারিখের পরে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন আশ্বাস পেয়েছি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই: বিএনপি

আপডেট সময় : ০৩:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

সাভার প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই।’

বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতা যারা বলে তারা আজকের এই স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়। অর্থাৎ একাত্তরের স্বাধীনতায় তাদের কোনও ভূমিকা ছিল না। আমি বলবো, তারা যেন একটু নিবৃত্ত থাকে এবং এই স্বাধীনতা দিবসকে সম্মান জানায়। এই স্বাধীনতাকে যেন আমরা ধরে রাখতে পারি।’

সব দলের ঐক্যের বিষয়ে তিনি বলেন, ‘অনৈক্যর কিছু নাই, একটা স্বার্থের জায়গা আছে। প্রত্যেকটা দলের একটা এথিকাল জায়গা আছে। যার যার একটা মতাদর্শ আছে। যার যার মতাদর্শ থেকে সে কথা বলে যাচ্ছে। এটা কোনও অনৈক্য আমি বলবো না। তবে অনৈক্য যদি কেউ বলে, এমন সময় যদি আসে, জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় ঐক্যের প্রয়োজন পড়বে তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবো। এখন দলীয় আদর্শের ওপর আমরা হয়তো ভিন্ন কথা বলছি।’

নির্বাচন নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘দেশের প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। আমাদের বিশ্বাসের পরিবর্তন করতে চাই না।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশে থেকে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫৪ বছর পরও প্রকৃত স্বাধীনতার স্বাদটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম। এখন আবার নতুন করে পেয়েছি ৫ তারিখের পরে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন আশ্বাস পেয়েছি।’