ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় ফিরে এসেছি: তামিম

  • আপডেট সময় : ০৭:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: গত সোমবার তামিম ইকবালের হার্টে রিং পরানোর পর ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হয়। পরে জানা যায় হাঁটারও চেষ্টা করেছেন দেশসেরা ওপেনার। যদিও তাকে এখনও মুভ করা রিস্কি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বিপদমুক্ত হয়েছেন তিনি। এরই মধ্যে নিজের ফেসবুকে পেজে আল্লাহর রহমতে ফিরে আসার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি মনে করিয়ে দিলেন জীবন এত ছোট যে যেকোনো সময় থেমে যেতে পারে স্পন্দন। একইসঙ্গে এই বিপদে যারা তার পাশে দাঁড়িয়েছেন তাদের কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি তামিম। নিজের ফেসবুকে তামিম লিখেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে- এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?

‘আল্লাহ তা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। ’ অপরের পাশে দাঁড়ানোর অনুরোধ করে তামিম বলেন, ‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।’ সবশেষে যারা তামিমের পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানালেন তামিম, ‘আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গণভোটে পিআর পদ্ধতির প্রস্তাব অন্তুর্ভুক্ত করার দাবি জামায়াতের

আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় ফিরে এসেছি: তামিম

আপডেট সময় : ০৭:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: গত সোমবার তামিম ইকবালের হার্টে রিং পরানোর পর ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হয়। পরে জানা যায় হাঁটারও চেষ্টা করেছেন দেশসেরা ওপেনার। যদিও তাকে এখনও মুভ করা রিস্কি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বিপদমুক্ত হয়েছেন তিনি। এরই মধ্যে নিজের ফেসবুকে পেজে আল্লাহর রহমতে ফিরে আসার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি মনে করিয়ে দিলেন জীবন এত ছোট যে যেকোনো সময় থেমে যেতে পারে স্পন্দন। একইসঙ্গে এই বিপদে যারা তার পাশে দাঁড়িয়েছেন তাদের কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি তামিম। নিজের ফেসবুকে তামিম লিখেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে- এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?

‘আল্লাহ তা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। ’ অপরের পাশে দাঁড়ানোর অনুরোধ করে তামিম বলেন, ‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।’ সবশেষে যারা তামিমের পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানালেন তামিম, ‘আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’