বিনোদন ডেস্ক: মধুমিতা সরকারের জীবনে এসেছে নতুন বসন্ত। প্রেম করছেন অভিনেত্রী। সম্পর্কের বয়স প্রায় ৫ বছর। গেল পূজায় অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রীর প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। তিনি ইন্ডাস্ট্রির কেউ নন, আইটি সেক্টরে কাজ করেন। মাঝেমধ্যেই কাছের মানুষের সঙ্গে বেরিয়ে পড়েন এদিক সেদিক ঘুরতে। এবারো দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে। কুয়াশামাখা পাহাড়ি রাস্তায় যখন মধুমিতা-দেবমাল্যর রোম্যান্টিক ছবিতে মজে অনুরাগীরা, ঠিক সেই আবহেই জানা গেল চলতি বছরেই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা সরকার।
এই সুখবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। প্রেমিক দেবমাল্যর সঙ্গে ছবি ভাগ করে মধুমিতা লেখেন, ‘এ বছর ডিসেম্বর বা আগামী বছর আমরা বিয়ের পরিকল্পনা করছি। আমাদের দু’জনেরই শীতকাল খুব প্রিয়। ততদিন অবধি পাহাড়ে আরও সুন্দর মুহূর্ত তৈরি করছি।’ অভিনেত্রী আরও লেখেন, ‘২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়েছিল। কিন্তু কোনওভাবে যোগাযোগ থাকেনি সেসময়। এরপর কয়েকমাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়েই সম্পর্কটা শুরু হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস।’ বিয়ের খুঁটিনাটি নিয়ে মধুমিতা বলেন, ‘ছোটবেলার বন্ধুত্ব থেকে বহু বছর পর যোগাযোগ, তারপর প্রেম, অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত। বিয়ের তোড়জোড় চলছে। পাহাড় আমাদের দু’জনেরই প্রিয়, তাই এখন ঘুরতে চাই আরও বেশি, যাবতীয় কাজও সেরে নিচ্ছি। কারণ এরপর বিয়ের প্রস্তুতি শুরু হবে।’ প্রসঙ্গত, দেবমাল্যর সঙ্গে প্রেম কোনওদিন লুকিয়ে রাখেননি মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দু’জনের কাটানো সুন্দর মুহূর্ত।
একাধিক সাক্ষাৎকারেও কথা বলেছেন প্রেমিককে নিয়ে। তখনই জানিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে। এর আগেও বিয়ের পিঁড়িতে বসেছিলেন মধুমিতা। অভিনেতা সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে বিচ্ছেদের পর নতুন করে অভিনেত্রীর জীবনে বইছে প্রেমের হাওয়া।

























