প্রত্যাশা ডেস্ক: জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ফরএভার ২১ যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বন্ধের আরো এক ধাপ কাছাকাছি চলে এসেছে। কারণ ব্র্যান্ডটির পরিচালনাকারী কোম্পানি দেউলিয়া সুরক্ষা চেয়ে আবেদন করেছে। এরই মধ্যে তারা তাদের কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া শুরু করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, তাদের মার্কিন স্টোর এবং ওয়েবসাইট খোলা থাকবে। একসময় সারা বিশ্বের তরুণীদের পছন্দের ব্র্যান্ড ছিল ফরএভার ২১। কিন্তু ক্রমবর্ধমান দাম এবং অনলাইন শপিংয়ের জনপ্রিয়তার কারণে তারা ক্রেতা আকর্ষণে ব্যর্থ হয়েছে।
কোম্পানিটি ২০১৯ সালে প্রথমবারের মতো দেউলিয়া সুরক্ষা চেয়েছিল। তবে বিনিয়োগকারীদের একটি দল যৌথ উদ্যোগের মাধ্যমে এটি কিনে নেয়। কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার ব্র্যাড সেল এক বিবৃতিতে বলেছেন, বিদেশি ফাস্ট-ফ্যাশন কোম্পানিগুলোর প্রতিযোগিতা, পাশাপাশি ক্রমবর্ধমান খরচ এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে আমরা একটি টেকসই পথ খুঁজে পেতে ব্যর্থ হয়েছি।
কোম্পানিটি জানিয়েছে, তাদের স্টোরে লিকুইডেশন সেল পরিচালনা করবে এবং আদালতের তত্ত্বাবধানে তাদের কিছু বা সব সম্পদ বিক্রি করা হবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, যদি সফলভাবে বিক্রি সম্পন্ন হয়, তাহলে কোম্পানি সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করা থেকে সরে আসতে পারে। ফরএভার ২১-এর যুক্তরাষ্ট্রের বাইরের দোকান এবং ই-কমার্স প্ল্যাটফর্ম অন্য লাইসেন্সধারীরা পরিচালনা করে। ফলে এগুলো দেউলিয়া সুরক্ষা আবেদন দ্বারা প্রভাবিত হবে না।
দক্ষিণ কোরিয়ার অভিবাসীরা ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসে ফাস্ট-ফ্যাশন খাতের এই খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিল। এর সাশ্রয়ী মূল্যের ট্রেন্ডি পোশাক ও অ্যাক্সেসরিজ কয়েক দশকের মধ্যে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। একসময় এটি জারা এবং এইচ অ্যান্ড এমে’র মতো ফাস্ট-ফ্যাশন জায়ান্টদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ২০১৬ সালে যখন এটি শীর্ষ অবস্থান ধরে রেখেছিল, তখন বিশ্বব্যাপী ফরএভার ২১ এর ৮০০টি স্টোর ছিল, যার মধ্যে ৫০০টিই যুক্তরাষ্ট্রে অবস্থিত ছিল।