ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

এমবাপের জোড়া গোলে বার্সেলোনাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

  • আপডেট সময় : ০৫:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ঠাসা সূচিতে খেলোয়াড়রা যথেষ্ট বিশ্রাম না পাওয়ায় যে দুর্ভাবনার কথা বলেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, মাঠে বল গড়াতেই তার যথার্থতা মিলতে শুরু করল। উজ্জীবিত ভিয়ারেয়ালের সামনে পারফরম্যান্স দিয়ে একদমই মন ভরাতে পারল না তারা। তবে, কিলিয়ান এমবাপের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে জয় ঠিকই তুলে নিল লা লিগা চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে শনিবার লা লিগার ম্যাচে শুরুতে এগিয়ে গিয়ে, পুরোটা সময় আক্রমণে দাপট দেখিয়েও খালি হাতেই ফিরতে হলো ভিয়ারেয়ালকে। ২-১ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ।

হুয়ান ফয়থের গোলে এগিয়ে যাওয়া ভিয়ারেয়াল বল দখলে সামান্য পিছিয়ে থাকলেও, আক্রমণে তারাই আধিপত্য করে। গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে তারা। সেখানে রিয়াল শট নিতে পারে মাত্র ৯টি, যার পাঁচটি লক্ষ্যে ছিল। রিয়াল যেখানে মাত্র তিনটি কর্নার আদায় করে নিতে পারে, সেখানে ভিয়ারেয়াল কর্নার পায় ১১টি; কিন্তু প্রথমটি ছাড়া আর একটিও কাজে লাগাতে পারেনি তারা। ২৮ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট পিছিয়ে আছে দুইয়ে। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে আথলেতিক বিলবাও ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ ও ভিয়ারেয়াল ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। পঞ্চম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটিও পায় তারা। বক্সে কয়েকজনের মাঝ দিয়ে আয়োসে পেরেসের নিচু শট ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। দুই মিনিট পর বক্সের বাইরে থেকে পেরেসের আরেকটি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বেলজিয়ান গোলরক্ষক।

ওই কর্নার থেকেই এগিয়ে যায় স্বাগতিকরা। আলেক্স বায়েনার কর্নারে বল হুয়ান ফয়থের হাঁটুতে লেগে রেয়ালের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনির পিঠে লাগে, ফিরতি বল কাছ থেকে জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার ফয়থ। ভিয়ারেয়ালের টানা আক্রমণের ঝাঁপটা সামলে সপ্তদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পেয়েই সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। প্রথম দফায় এমবাপের পাসে ব্রাহিম দিয়াসের শট ঠেকান গোলরক্ষক, ফিরতি বলে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা এমবাপে। পরের মিনিটে কোর্তোয়ার দৃঢ়তায় আরেকবার বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। বক্সের বাইরে থেকে পাপ গেইয়ের শট ঠেকান তিনি। ২৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন এমবাপে। লুকাস ভাসকেসের কাট-ব্যাক বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। রেয়ালের হয়ে অভিষেক মৌসুমে লা লিগায় এমবাপের গোল হলো ২৬ ম্যাচে ২০টি। তার চেয়ে একটি বেশি নিয়ে চূড়ায় বার্সেলোনায় রবের্ত লেভানদোভস্কি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপের গোল এখন ৩১টি। গত ২৫ জানুয়ারির পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচে একাধিক গোল করতে পারলেন এমবাপে। সেবার ইউরোপের সফলতম দলটির জার্সিতে তিনি তার প্রথম হ্যাটট্রিক করেছিলেন রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিকোলাস পেপের শট ফিরিয়ে ব্যবধান ধরে রাখেন কোর্তোয়া। বিরতির পরও তুলনামূলক ভালো শুরু করে ভিয়ারেয়াল। তিন মিনিটের ব্যবধানে দুবার প্রতিপক্ষের বক্সে ভীতি ছড়ায় তারা, যদিও একবারও শট লক্ষ্যে রাখতে পারেনি দলটি। ৫৯তম মিনিটে আবার স্বাগতিকদের আক্রমণ, এই দফায় আলেক্স বায়েনার জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া, এগিয়ে রাখেন দলকে। আতলেতিকোর বিপক্ষে ভীষণ কষ্টের ১২০ মিনিটের লড়াই এবং শ্বাসরুদ্ধকর টাইব্রেকারের ৬৭ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ম্যাচের কারণেই কিনা, সময় গড়ানোর সঙ্গে মাঠে রদ্রিগোদের পায়ে ক্লান্তির ছাপ আরও প্রকট হতে থাকে।

ধার বাড়াতে কয়েক মিনিটের মধ্যে তিনটি পরিবর্তন করেন রিয়াল কোচ; রাউল আসেন্সিও, ব্রাহিম দিয়াস ও রদ্রিগোকে তুলে মাঠে নামান আন্টোনিও রুডিগার, ভিনিসিউস জুনিয়র ও লুকা মদ্রিচকে। ভিনিসিউসের সৌজন্যে লেফট-উইংয়ে কিছুটা গতি যোগ হয় বটে, কিন্তু রেয়ালের সার্বিক পারফরম্যান্সে তেমন পরিবর্তন আসেনি। ভালো কয়েকটি আক্রমণও করতে পারে দলটি; কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন পরীক্ষা নিতে পারেনি তারা। আতলেতিকোর মাঠে রোববার হবে টেবিলের দুই ও তিন নম্বর দলের লড়াই। হাইভোল্টেজ ম্যাচটি জিতলেই শীর্ষে ফিরবে হান্সি ফ্লিকের দল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচনে দেরি হলে জঙ্গি ও উগ্রপন্থিরাও সুযোগ নেবে: ফখরুল

এমবাপের জোড়া গোলে বার্সেলোনাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

আপডেট সময় : ০৫:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: ঠাসা সূচিতে খেলোয়াড়রা যথেষ্ট বিশ্রাম না পাওয়ায় যে দুর্ভাবনার কথা বলেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, মাঠে বল গড়াতেই তার যথার্থতা মিলতে শুরু করল। উজ্জীবিত ভিয়ারেয়ালের সামনে পারফরম্যান্স দিয়ে একদমই মন ভরাতে পারল না তারা। তবে, কিলিয়ান এমবাপের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে জয় ঠিকই তুলে নিল লা লিগা চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে শনিবার লা লিগার ম্যাচে শুরুতে এগিয়ে গিয়ে, পুরোটা সময় আক্রমণে দাপট দেখিয়েও খালি হাতেই ফিরতে হলো ভিয়ারেয়ালকে। ২-১ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ।

হুয়ান ফয়থের গোলে এগিয়ে যাওয়া ভিয়ারেয়াল বল দখলে সামান্য পিছিয়ে থাকলেও, আক্রমণে তারাই আধিপত্য করে। গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে তারা। সেখানে রিয়াল শট নিতে পারে মাত্র ৯টি, যার পাঁচটি লক্ষ্যে ছিল। রিয়াল যেখানে মাত্র তিনটি কর্নার আদায় করে নিতে পারে, সেখানে ভিয়ারেয়াল কর্নার পায় ১১টি; কিন্তু প্রথমটি ছাড়া আর একটিও কাজে লাগাতে পারেনি তারা। ২৮ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট পিছিয়ে আছে দুইয়ে। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে আথলেতিক বিলবাও ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ ও ভিয়ারেয়াল ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। পঞ্চম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটিও পায় তারা। বক্সে কয়েকজনের মাঝ দিয়ে আয়োসে পেরেসের নিচু শট ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। দুই মিনিট পর বক্সের বাইরে থেকে পেরেসের আরেকটি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বেলজিয়ান গোলরক্ষক।

ওই কর্নার থেকেই এগিয়ে যায় স্বাগতিকরা। আলেক্স বায়েনার কর্নারে বল হুয়ান ফয়থের হাঁটুতে লেগে রেয়ালের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনির পিঠে লাগে, ফিরতি বল কাছ থেকে জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার ফয়থ। ভিয়ারেয়ালের টানা আক্রমণের ঝাঁপটা সামলে সপ্তদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পেয়েই সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। প্রথম দফায় এমবাপের পাসে ব্রাহিম দিয়াসের শট ঠেকান গোলরক্ষক, ফিরতি বলে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা এমবাপে। পরের মিনিটে কোর্তোয়ার দৃঢ়তায় আরেকবার বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। বক্সের বাইরে থেকে পাপ গেইয়ের শট ঠেকান তিনি। ২৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন এমবাপে। লুকাস ভাসকেসের কাট-ব্যাক বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। রেয়ালের হয়ে অভিষেক মৌসুমে লা লিগায় এমবাপের গোল হলো ২৬ ম্যাচে ২০টি। তার চেয়ে একটি বেশি নিয়ে চূড়ায় বার্সেলোনায় রবের্ত লেভানদোভস্কি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপের গোল এখন ৩১টি। গত ২৫ জানুয়ারির পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচে একাধিক গোল করতে পারলেন এমবাপে। সেবার ইউরোপের সফলতম দলটির জার্সিতে তিনি তার প্রথম হ্যাটট্রিক করেছিলেন রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিকোলাস পেপের শট ফিরিয়ে ব্যবধান ধরে রাখেন কোর্তোয়া। বিরতির পরও তুলনামূলক ভালো শুরু করে ভিয়ারেয়াল। তিন মিনিটের ব্যবধানে দুবার প্রতিপক্ষের বক্সে ভীতি ছড়ায় তারা, যদিও একবারও শট লক্ষ্যে রাখতে পারেনি দলটি। ৫৯তম মিনিটে আবার স্বাগতিকদের আক্রমণ, এই দফায় আলেক্স বায়েনার জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া, এগিয়ে রাখেন দলকে। আতলেতিকোর বিপক্ষে ভীষণ কষ্টের ১২০ মিনিটের লড়াই এবং শ্বাসরুদ্ধকর টাইব্রেকারের ৬৭ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ম্যাচের কারণেই কিনা, সময় গড়ানোর সঙ্গে মাঠে রদ্রিগোদের পায়ে ক্লান্তির ছাপ আরও প্রকট হতে থাকে।

ধার বাড়াতে কয়েক মিনিটের মধ্যে তিনটি পরিবর্তন করেন রিয়াল কোচ; রাউল আসেন্সিও, ব্রাহিম দিয়াস ও রদ্রিগোকে তুলে মাঠে নামান আন্টোনিও রুডিগার, ভিনিসিউস জুনিয়র ও লুকা মদ্রিচকে। ভিনিসিউসের সৌজন্যে লেফট-উইংয়ে কিছুটা গতি যোগ হয় বটে, কিন্তু রেয়ালের সার্বিক পারফরম্যান্সে তেমন পরিবর্তন আসেনি। ভালো কয়েকটি আক্রমণও করতে পারে দলটি; কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন পরীক্ষা নিতে পারেনি তারা। আতলেতিকোর মাঠে রোববার হবে টেবিলের দুই ও তিন নম্বর দলের লড়াই। হাইভোল্টেজ ম্যাচটি জিতলেই শীর্ষে ফিরবে হান্সি ফ্লিকের দল।