অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণমূলক অর্ন্তভূক্তি ও ভূমিকার কথা বিবেচনা করে এবং নারী গ্রাহক ও উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে এনসিসি নারী ব্যাংকিং “পরমা” এর অধীন আকর্ষণীয় সুদ হারে “পরমা পাওয়ার সেভার অ্যাকাউন্ট, পরমা পে-রোল অ্যাকাউন্ট, পরমা নারী সমতা অ্যাকাউন্ট ও এবং পরমা এফডিআর” নামে নতুন ৪টি প্রোডাক্ট চালু করেছে।
সম্প্রতি সিলেটের হবিগঞ্জে দ্যা প্যালেস লাক্সারী রিসোর্ট-এ ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন এ, চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন নারী ব্যাংকিং এনসিসি পরমা এর নতুন ৪টি প্রোডাক্ট এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। এসময়, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।