ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

তামিম-শান্তদের জয়ের দিনে বড় হার নাঈম শেখদের

  • আপডেট সময় : ০৮:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিন (শনিবার)। এদিন ভিন্ন তিন ম্যাচে জয় পেয়েছে আবাহনী, মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন ও আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৩১০ রান তুলেছিল হান্নান সরকারের আবাহনী। জবাবে ব্যাট করতে নেমে ব্রাদার্স ২৩০ রানে অলআউট হয়ে গেছে। আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহের পথে সর্বোচ্চ ৯২ রান করেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। ৮ রানের জন্য তিনি সেঞ্চুরি হাতছাড়া করেছেন।

এ ছাড়া উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন করেন ৭১ রান। শেষ দিকে ভালো ব্যাটিং করেছেন মাহফুজুর রহমান রাব্বি এবং রাকিবুল হাসান। বিপরীতে ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আল আমিন হোসেন। লক্ষ্য তাড়ায় ব্রাদার্সের অধিনায়ক মাইশুকুর রহমান সর্বোচ্চ ৮৪ ও মিজানুর রহমান ৪৫ রান করলেও দল গুটিয়ে যায় ৮০ রানের দূরত্বে (২৩০)। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ পরস্পরের মোকাবিলা করে। প্রথমে ব্যাট করে তামিম ইকবালের দল মোহামেডান সংগ্রহ করেছিল ৯ উইকেটে ২৫৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন তাওহীদ হৃদয়। এ ছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৪২, রনি তালুকদার ৩৬ ও তামিম ইকবাল ২৮ রান করেন।

রূপগঞ্জের হয়ে ৪ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় রূপগঞ্জ। ফলে ৯৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তামিমের দল। ৪ উইকেট নিয়ে রূপগঞ্জের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। বিপরীতে রূপগঞ্জের পক্ষে শেখ মেহেদীর সর্বোচ্চ ৪৩ রান ছাড়া আর কোনো ব্যাটার বলার মতো কিছু করতে পারেননি।

বিকেএসপিতে আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরেছে তারকাবহুল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এনামুল হক বিজয়ের ৪৮ এবং আমিনুল ইসলাম বিপ্লবের ৩৫ রানে ভর করে গাজী প্রথম ইনিংসে ১৯৪ রান সংগ্রহ করে। ৪৩.৪ ওভারে অলআউট হয়ে যায় গাজী ক্রিকেটার্স। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট নেন আরাফাত সানি ও নাহিদুল ইসলাম। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানে শেষ হয় নাঈম শেখদের ইনিংস। গাজীর হয়ে আবু হাশিম সর্বোচ্চ ৩টি এবং ২ উইকেট নেন শেখ পারভেজ জীবন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

তামিম-শান্তদের জয়ের দিনে বড় হার নাঈম শেখদের

আপডেট সময় : ০৮:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

ক্রীড়া প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিন (শনিবার)। এদিন ভিন্ন তিন ম্যাচে জয় পেয়েছে আবাহনী, মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন ও আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৩১০ রান তুলেছিল হান্নান সরকারের আবাহনী। জবাবে ব্যাট করতে নেমে ব্রাদার্স ২৩০ রানে অলআউট হয়ে গেছে। আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহের পথে সর্বোচ্চ ৯২ রান করেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। ৮ রানের জন্য তিনি সেঞ্চুরি হাতছাড়া করেছেন।

এ ছাড়া উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন করেন ৭১ রান। শেষ দিকে ভালো ব্যাটিং করেছেন মাহফুজুর রহমান রাব্বি এবং রাকিবুল হাসান। বিপরীতে ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আল আমিন হোসেন। লক্ষ্য তাড়ায় ব্রাদার্সের অধিনায়ক মাইশুকুর রহমান সর্বোচ্চ ৮৪ ও মিজানুর রহমান ৪৫ রান করলেও দল গুটিয়ে যায় ৮০ রানের দূরত্বে (২৩০)। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ পরস্পরের মোকাবিলা করে। প্রথমে ব্যাট করে তামিম ইকবালের দল মোহামেডান সংগ্রহ করেছিল ৯ উইকেটে ২৫৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন তাওহীদ হৃদয়। এ ছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৪২, রনি তালুকদার ৩৬ ও তামিম ইকবাল ২৮ রান করেন।

রূপগঞ্জের হয়ে ৪ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় রূপগঞ্জ। ফলে ৯৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তামিমের দল। ৪ উইকেট নিয়ে রূপগঞ্জের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। বিপরীতে রূপগঞ্জের পক্ষে শেখ মেহেদীর সর্বোচ্চ ৪৩ রান ছাড়া আর কোনো ব্যাটার বলার মতো কিছু করতে পারেননি।

বিকেএসপিতে আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরেছে তারকাবহুল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এনামুল হক বিজয়ের ৪৮ এবং আমিনুল ইসলাম বিপ্লবের ৩৫ রানে ভর করে গাজী প্রথম ইনিংসে ১৯৪ রান সংগ্রহ করে। ৪৩.৪ ওভারে অলআউট হয়ে যায় গাজী ক্রিকেটার্স। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট নেন আরাফাত সানি ও নাহিদুল ইসলাম। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানে শেষ হয় নাঈম শেখদের ইনিংস। গাজীর হয়ে আবু হাশিম সর্বোচ্চ ৩টি এবং ২ উইকেট নেন শেখ পারভেজ জীবন।