বিনোদন ডেস্ক: তরুণ নির্মাতা রাগীব রায়হান পিয়ালের ‘মাকড়শা’ নাটকে প্রথমবারের মত জুটি বেঁধেছেন শ্যামল মাওলা ও সাবিলা নূর। নাটকটি রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া। এবারের রোজার ঈদে দীপ্ত টিভিতে নাটকটি প্রচার হবে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পিয়াল। পিয়াল বলেন, “আমার নাটক দিয়ে প্রথমবার শ্যামল মাওলা ও সাবিলা নূর একসঙ্গে অভিনয় করেছেন যা ভালো লাগছে।
কাজটা করে খুবই আনন্দ পেয়েছি। দর্শক কীভাবে নাটকটি গ্রহণ করেন সেই অপেক্ষায় আছি।” নাটকের গল্প ‘অসাধারণ’ বলে বর্ণনা করেছেন সাবিলা। তিনি বলেন, “আমার চরিত্রেও বেশ নতুনত্ব আছে। ঈদের দর্শক নাটকটি উপভোগ করবেন বলেই বিশ্বাস আমার। গল্পে বেশ সাসপেন্স আর থ্রিলার রয়েছে।” নাটকের ২১ সেকেন্ডের লুক ফেইসবুকে শেয়ার করে শ্যামল মাওলা লিখেছেন, “কল্পনা নাকি বাস্তব, মায়াজাল নাকি মাকড়সার জাল।”