ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

ট্রেন দাঁত দিয়ে টেনে নিলেন মিসরের কুস্তিগীর আশরাফ

  • আপডেট সময় : ০৫:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: ট্রেনের বেশ কয়েকটি বগি একসঙ্গে লাগানো। ওজন প্রায় ২৭৯ টন। রেললাইনের ওপর থাকা এমন ভারী ট্রেনকে টেনে নিয়ে যাওয়াই তো একজন মানুষের জন্য ‘অসম্ভব’ কাজ। আর যদি কেউ শুধু দাঁত দিয়ে সেই ট্রেন টেনে নিয়ে যান, তাহলে তো বিস্মিত না হয়ে উপায় নেই। এমন ‘বিস্ময়কর’ কাজটিই করেছেন মিসরের কুস্তিগীর আশরাফ মাহরুস। কাবোঙ্গা নামেও তিনি সে দেশে বেশ পরিচিত। তাঁর অবিশ্বাস্য শক্তির বেশ কিছু নমুনার মধ্যে এটি একটি।

আশরাফ এ সপ্তাহে তিনটি ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে, কেবল দাঁত দিয়ে ট্রেন টেনে নিয়ে যাওয়া। অন্য দুটি স্বীকৃতি হচ্ছে, ভারী লোকোমোটিভ টেনে নিয়ে যাওয়া এবং দ্রুততম সময়ের মধ্যে গাড়িকে ১০০ মিটার টেনে নেওয়া।

আশরাফ বলেন, তিনি ২ টন ওজন লোকোমোটিভ মাত্র ৪০ সেকেন্ডে টেনে নিয়ে যান।

মিসরের রাজধানী কায়রোর রামসেস রেলস্টেশনে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) আশরাফের ট্রেন টেনে নিয়ে যাওয়া দেখতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। দড়িতে বেঁধে তিনি যখন দাঁত দিয়ে ২৭৯ টন ট্রেন টেনে নিয়ে যাচ্ছিলেন, তখন উপস্থিত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। আশরাফ দাঁত দিয়ে ট্রেনটি ১০ মিটার (৩৩ ফুট) টেনে নিয়ে যান।

এরপর আশরাফ নিজের বাহু দিয়ে ট্রেনটি টেনে নিয়ে যেমন নিজের কৃতিত্বকে আরো বেশি করে ফুটিয়ে তোলেন, তেমনি উপস্থিত মানুষও তাঁর এমন বিস্ময়কর কাজ উপভোগ করেন।

৪০ বছর বয়সী আশরাফ কুস্তিগীরদের সংগঠন ইজিপশিয়ান ফেডারেশন ফর প্রফেশনাল রেসলার্সের প্রেসিডেন্ট। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাত্র ৩০ সেকেন্ডে ১১টি ডিম ভেঙে কাঁচা খেয়ে রেকর্ড গড়েছিলেন। এর আগে ২০২১ সালে তিনি ১৫ হাজার ৭৩০ কিলোগ্রাম ওজনের ট্রাক দাঁত দিয়ে টেনে নিয়ে রেকর্ড করেছিলেন।

বৃহস্পতিবার আশরাফের ওই ট্রেন টেনে নেওয়ার অনুষ্ঠানের আয়োজকদের একজন দৌলত এলনাকেব বলেন, চূড়ান্ত প্রতিযোগিতার আগে আশরাফ মাত্র ২০ দিন অনুশীলন করেছিলেন। তা–ও নিয়মিত ছিল না।

দৌলত বলেন, আশরাফের আসলে ‘অস্বাভাবিক শক্তি’ রয়েছে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

ট্রেন দাঁত দিয়ে টেনে নিলেন মিসরের কুস্তিগীর আশরাফ

আপডেট সময় : ০৫:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ট্রেনের বেশ কয়েকটি বগি একসঙ্গে লাগানো। ওজন প্রায় ২৭৯ টন। রেললাইনের ওপর থাকা এমন ভারী ট্রেনকে টেনে নিয়ে যাওয়াই তো একজন মানুষের জন্য ‘অসম্ভব’ কাজ। আর যদি কেউ শুধু দাঁত দিয়ে সেই ট্রেন টেনে নিয়ে যান, তাহলে তো বিস্মিত না হয়ে উপায় নেই। এমন ‘বিস্ময়কর’ কাজটিই করেছেন মিসরের কুস্তিগীর আশরাফ মাহরুস। কাবোঙ্গা নামেও তিনি সে দেশে বেশ পরিচিত। তাঁর অবিশ্বাস্য শক্তির বেশ কিছু নমুনার মধ্যে এটি একটি।

আশরাফ এ সপ্তাহে তিনটি ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে, কেবল দাঁত দিয়ে ট্রেন টেনে নিয়ে যাওয়া। অন্য দুটি স্বীকৃতি হচ্ছে, ভারী লোকোমোটিভ টেনে নিয়ে যাওয়া এবং দ্রুততম সময়ের মধ্যে গাড়িকে ১০০ মিটার টেনে নেওয়া।

আশরাফ বলেন, তিনি ২ টন ওজন লোকোমোটিভ মাত্র ৪০ সেকেন্ডে টেনে নিয়ে যান।

মিসরের রাজধানী কায়রোর রামসেস রেলস্টেশনে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) আশরাফের ট্রেন টেনে নিয়ে যাওয়া দেখতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। দড়িতে বেঁধে তিনি যখন দাঁত দিয়ে ২৭৯ টন ট্রেন টেনে নিয়ে যাচ্ছিলেন, তখন উপস্থিত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। আশরাফ দাঁত দিয়ে ট্রেনটি ১০ মিটার (৩৩ ফুট) টেনে নিয়ে যান।

এরপর আশরাফ নিজের বাহু দিয়ে ট্রেনটি টেনে নিয়ে যেমন নিজের কৃতিত্বকে আরো বেশি করে ফুটিয়ে তোলেন, তেমনি উপস্থিত মানুষও তাঁর এমন বিস্ময়কর কাজ উপভোগ করেন।

৪০ বছর বয়সী আশরাফ কুস্তিগীরদের সংগঠন ইজিপশিয়ান ফেডারেশন ফর প্রফেশনাল রেসলার্সের প্রেসিডেন্ট। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাত্র ৩০ সেকেন্ডে ১১টি ডিম ভেঙে কাঁচা খেয়ে রেকর্ড গড়েছিলেন। এর আগে ২০২১ সালে তিনি ১৫ হাজার ৭৩০ কিলোগ্রাম ওজনের ট্রাক দাঁত দিয়ে টেনে নিয়ে রেকর্ড করেছিলেন।

বৃহস্পতিবার আশরাফের ওই ট্রেন টেনে নেওয়ার অনুষ্ঠানের আয়োজকদের একজন দৌলত এলনাকেব বলেন, চূড়ান্ত প্রতিযোগিতার আগে আশরাফ মাত্র ২০ দিন অনুশীলন করেছিলেন। তা–ও নিয়মিত ছিল না।

দৌলত বলেন, আশরাফের আসলে ‘অস্বাভাবিক শক্তি’ রয়েছে।