ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

ইনটেলের নতুন সিইও লিপ বু ট্যান, শেয়ারদরে লাফ

  • আপডেট সময় : ০৮:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: নতুন সিইও হিসেবে লিপ বু ট্যানকে নিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা ইনটেল। এর আগে ‘কেডেন্স ডিজাইন সিস্টেম’-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন চিপ শিল্পের এই অভিজ্ঞ ব্যক্তি।
তিনি ইনটেলের অন্তর্বর্তীকালীন কো-সিইও ডেভিড জিনসনার ও মিশেল জনস্টন হোলথাউসের স্থলাভিষিক্ত হবেন। এই সাবেক সিইও জুটি প্যাট গেলসিঞ্জারের পর দায়িত্ব নিয়েছিলেন, যাকে ২০২৪ সালের শেষের দিকে ইনটেলের বোর্ড থেকে বরখাস্ত করা হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
কোম্পানিটির এমন ঘোষণার পরই ইনটেলের শেয়ারের দাম বেড়েছে ১১ শতাংশের বেশি।
টিএসএমসি, এনভিডিয়া ও ব্রডকম-এর মতো বিভিন্ন কোম্পানির একটি কনসোর্টিয়াম ইনটেলের উৎপাদন ব্যবসা গ্রহণের জন্য আলোচনা করছে বলে এক প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। আর ওইদিনই নতুন সিইও হিসেবে লিপ বু ট্যানকে নিয়োগের ঘোষণা দিয়েছে ইনটেল। তবে ইনটেলের কাছে একেবারেই অপরিচিত নন ট্যান। ২০২২ সালে কোম্পানির বোর্ডে দায়িত্ব পালন করেন তিনি।
রয়টার্স লিখেছে, তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তি ও সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ব্যবসা’সহ কোম্পানির ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় গেলসিঙ্গারের সঙ্গে দ্বিমত পোষণ করার পর ২০২৪ সালে চিপ জায়ান্টটি ছেড়ে যান ট্যান।
ইনটেলের দায়িত্ব নেওয়ার পর এক বিবৃতিতে ট্যান বলেছেন, ইনটেলের সিইও হিসেবে যোগ দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই আইকনিক কোম্পানির জন্য আমার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।
রয়টার্স লিখেছে, কোম্পানিটির ইতিহাসে অন্যতম অন্ধকার যুগের সময় ইনটেলের দায়িত্ব নিচ্ছেন ট্যান। প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসির কাছে চিপ তৈরিতে নেতৃত্ব হারিয়েছে ইনটেল। পাশাপাশি এআই খাতে আধিপত্য বিস্তারের সুযোগও কোম্পানিটির হাতছাড়া হয়েছে এনভিডিয়ার কাছে।
আয় কমে যাওয়ায় গত বছর ইনটেলের শেয়ারের দাম কমেছে ৫৪ শতাংশ। ওহাইওতে বিশাল আকারের পিচ কারখানা নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রে নতুন উৎপাদন সুবিধার ‘চিপস’ আইনের আওতায় কোটি কোটি ডলার পেয়েছে এই চিপ জায়ান্টটি। তবে ইনটেল বলছে, প্রকল্পের একটি অংশের কাজ শুরু করতে দেরি হবে এবং ২০৩০ সালের আগে এর কাজ শেষ হবে না। শুরুতে এ অংশের কাজ শুরুর কথা ছিল ২০২৫ সালে।

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছিনতাইয়ের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাসায় আসামির ছেলে

ইনটেলের নতুন সিইও লিপ বু ট্যান, শেয়ারদরে লাফ

আপডেট সময় : ০৮:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

প্রযুক্তি ডেস্ক: নতুন সিইও হিসেবে লিপ বু ট্যানকে নিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা ইনটেল। এর আগে ‘কেডেন্স ডিজাইন সিস্টেম’-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন চিপ শিল্পের এই অভিজ্ঞ ব্যক্তি।
তিনি ইনটেলের অন্তর্বর্তীকালীন কো-সিইও ডেভিড জিনসনার ও মিশেল জনস্টন হোলথাউসের স্থলাভিষিক্ত হবেন। এই সাবেক সিইও জুটি প্যাট গেলসিঞ্জারের পর দায়িত্ব নিয়েছিলেন, যাকে ২০২৪ সালের শেষের দিকে ইনটেলের বোর্ড থেকে বরখাস্ত করা হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
কোম্পানিটির এমন ঘোষণার পরই ইনটেলের শেয়ারের দাম বেড়েছে ১১ শতাংশের বেশি।
টিএসএমসি, এনভিডিয়া ও ব্রডকম-এর মতো বিভিন্ন কোম্পানির একটি কনসোর্টিয়াম ইনটেলের উৎপাদন ব্যবসা গ্রহণের জন্য আলোচনা করছে বলে এক প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। আর ওইদিনই নতুন সিইও হিসেবে লিপ বু ট্যানকে নিয়োগের ঘোষণা দিয়েছে ইনটেল। তবে ইনটেলের কাছে একেবারেই অপরিচিত নন ট্যান। ২০২২ সালে কোম্পানির বোর্ডে দায়িত্ব পালন করেন তিনি।
রয়টার্স লিখেছে, তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তি ও সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ব্যবসা’সহ কোম্পানির ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় গেলসিঙ্গারের সঙ্গে দ্বিমত পোষণ করার পর ২০২৪ সালে চিপ জায়ান্টটি ছেড়ে যান ট্যান।
ইনটেলের দায়িত্ব নেওয়ার পর এক বিবৃতিতে ট্যান বলেছেন, ইনটেলের সিইও হিসেবে যোগ দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই আইকনিক কোম্পানির জন্য আমার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।
রয়টার্স লিখেছে, কোম্পানিটির ইতিহাসে অন্যতম অন্ধকার যুগের সময় ইনটেলের দায়িত্ব নিচ্ছেন ট্যান। প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসির কাছে চিপ তৈরিতে নেতৃত্ব হারিয়েছে ইনটেল। পাশাপাশি এআই খাতে আধিপত্য বিস্তারের সুযোগও কোম্পানিটির হাতছাড়া হয়েছে এনভিডিয়ার কাছে।
আয় কমে যাওয়ায় গত বছর ইনটেলের শেয়ারের দাম কমেছে ৫৪ শতাংশ। ওহাইওতে বিশাল আকারের পিচ কারখানা নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রে নতুন উৎপাদন সুবিধার ‘চিপস’ আইনের আওতায় কোটি কোটি ডলার পেয়েছে এই চিপ জায়ান্টটি। তবে ইনটেল বলছে, প্রকল্পের একটি অংশের কাজ শুরু করতে দেরি হবে এবং ২০৩০ সালের আগে এর কাজ শেষ হবে না। শুরুতে এ অংশের কাজ শুরুর কথা ছিল ২০২৫ সালে।

আজকের প্রত্যাশা/কেএমএএ