ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

ভারতে অবৈধ রোধে অনুপ্রবেশ করলে ৫ বছর কারাদণ্ড

  • আপডেট সময় : ০৮:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ভারতের লোকসভায় অভিবাসন ও বিদেশী বিল, ২০২৫ উত্থাপন করলো কেন্দ্রীয় সরকার। গত মঙ্গলবার (১১ মার্চ) উত্থাপিত এই বিলে জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপত্তা হুমকি সৃষ্টির জন্য কঠোর শাস্তি আরোপ করার কথা বলা হয়েছে। অবৈধভাবে দেশটিতে প্রবেশ করলে এই বিলে প্রস্তাব করা হয়েছে ৫ বছর কারাদণ্ড ও ৫ লাখ রুপি অর্থদণ্ড।

বিলে স্পষ্ট বলা হয়েছে, ভারতের অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ কোনও বিদেশীকে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের বিনা পরোয়ানায় গ্রেফতার করার ক্ষমতা ইমিগ্রেশন অফিসারদের থাকবে। বিলে আরও প্রস্তাব করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং নার্সিং হোমের মতো প্রতিষ্ঠানে থাকা বিদেশী নাগরিকদের তথ্য অভিবাসন কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রস্তাবিত এই বিল লঙ্ঘনে কঠোর শাস্তির সুপারিশ করে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫ লাখ রুপি অর্থদণ্ড করা হবে।

জাল কাগজপত্র ব্যবহার করলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের সঙ্গে এক থেকে ১০ লাখ রুপি অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে। এছাড়া, ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন বা অতিরিক্ত সময় ধরে অবস্থান করলে তিন বছরের কারাদণ্ড এবং ৩ লাখ রুপি জরিমানা করা হবে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশীদের পরিবহন করলে ৫ লাখ রুপি জরিমানা এবং বাহন জব্দ করা হবে। বিলটি উপস্থাপন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই স্পষ্ট করে বলেছেন,এই প্রস্তাবের উদ্দেশ্য ভারতে বিদেশিদের আগমন নিরুৎসাহিত করা নয়। বরং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বিদেশিদের স্বাগত জানাই। তবে তাদের অবশ্যই অভিবাসন আইন মেনে চলতে হবে। ভারতের অর্থনৈতিকভাবে উন্নতির সাথে সাথে, আমরা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতে অবৈধ রোধে অনুপ্রবেশ করলে ৫ বছর কারাদণ্ড

আপডেট সময় : ০৮:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ভারতের লোকসভায় অভিবাসন ও বিদেশী বিল, ২০২৫ উত্থাপন করলো কেন্দ্রীয় সরকার। গত মঙ্গলবার (১১ মার্চ) উত্থাপিত এই বিলে জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপত্তা হুমকি সৃষ্টির জন্য কঠোর শাস্তি আরোপ করার কথা বলা হয়েছে। অবৈধভাবে দেশটিতে প্রবেশ করলে এই বিলে প্রস্তাব করা হয়েছে ৫ বছর কারাদণ্ড ও ৫ লাখ রুপি অর্থদণ্ড।

বিলে স্পষ্ট বলা হয়েছে, ভারতের অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ কোনও বিদেশীকে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের বিনা পরোয়ানায় গ্রেফতার করার ক্ষমতা ইমিগ্রেশন অফিসারদের থাকবে। বিলে আরও প্রস্তাব করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং নার্সিং হোমের মতো প্রতিষ্ঠানে থাকা বিদেশী নাগরিকদের তথ্য অভিবাসন কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রস্তাবিত এই বিল লঙ্ঘনে কঠোর শাস্তির সুপারিশ করে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫ লাখ রুপি অর্থদণ্ড করা হবে।

জাল কাগজপত্র ব্যবহার করলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের সঙ্গে এক থেকে ১০ লাখ রুপি অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে। এছাড়া, ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন বা অতিরিক্ত সময় ধরে অবস্থান করলে তিন বছরের কারাদণ্ড এবং ৩ লাখ রুপি জরিমানা করা হবে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশীদের পরিবহন করলে ৫ লাখ রুপি জরিমানা এবং বাহন জব্দ করা হবে। বিলটি উপস্থাপন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই স্পষ্ট করে বলেছেন,এই প্রস্তাবের উদ্দেশ্য ভারতে বিদেশিদের আগমন নিরুৎসাহিত করা নয়। বরং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বিদেশিদের স্বাগত জানাই। তবে তাদের অবশ্যই অভিবাসন আইন মেনে চলতে হবে। ভারতের অর্থনৈতিকভাবে উন্নতির সাথে সাথে, আমরা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ।