ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

রোহিতকে ২০২৭ বিশ্বকাপ দলের অধিনায়ক দেখতে চান পন্টিং

  • আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। শিরোপা জয়ের পর অনেক আত্মবিশ্বাস নিয়েই এখন অবসর না নেওয়ার কথা জানান তিনি। ধারণা করা হচ্ছে ২০২৭ সাল পর্যন্ত থাকছেন দলের সঙ্গে। ওই সময় পর্যন্ত দলের অধিনায়ক হিসেবে রোহিতকে দেখতে চান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিটি পন্টিংও।

আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘এই পর্যায়ে এসে সবাই আপনার অবসর নেওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু আপনি যদি এখনো সেরা খেলোয়াড়দের একজন হয়ে থাকেন, তাহলে অবসরের দরকার কী? আমার মনে হয়, রোহিতের মাথায় ২০২৩ বিশ্বকাপ ফাইনালের হার এখনো ঘুরছে। তিনি চাইবেন আরেকবার সুযোগ নিতে, আইসিসি হোয়াইট-বল ট্রেবল (ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) সম্পন্ন করতে।’

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে অবসর প্রসঙ্গে রোহিত শর্মা বলেছিলেন, ‘আমি বর্তমানে এক ধাপ করে এগোতে চাই। ভবিষ্যৎ নিয়ে এখনই বেশি ভাবতে চাই না। এটা বলা ঠিক হবে না যে আমি খেলব বা খেলব না। আমি আমার ক্রিকেট উপভোগ করছি, দলকে নেতৃত্ব দিতে ভালোবাসি। এখন শুধু এটুকুই গুরুত্বপূর্ণ। ’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রোহিতকে ২০২৭ বিশ্বকাপ দলের অধিনায়ক দেখতে চান পন্টিং

আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। শিরোপা জয়ের পর অনেক আত্মবিশ্বাস নিয়েই এখন অবসর না নেওয়ার কথা জানান তিনি। ধারণা করা হচ্ছে ২০২৭ সাল পর্যন্ত থাকছেন দলের সঙ্গে। ওই সময় পর্যন্ত দলের অধিনায়ক হিসেবে রোহিতকে দেখতে চান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিটি পন্টিংও।

আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘এই পর্যায়ে এসে সবাই আপনার অবসর নেওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু আপনি যদি এখনো সেরা খেলোয়াড়দের একজন হয়ে থাকেন, তাহলে অবসরের দরকার কী? আমার মনে হয়, রোহিতের মাথায় ২০২৩ বিশ্বকাপ ফাইনালের হার এখনো ঘুরছে। তিনি চাইবেন আরেকবার সুযোগ নিতে, আইসিসি হোয়াইট-বল ট্রেবল (ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) সম্পন্ন করতে।’

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে অবসর প্রসঙ্গে রোহিত শর্মা বলেছিলেন, ‘আমি বর্তমানে এক ধাপ করে এগোতে চাই। ভবিষ্যৎ নিয়ে এখনই বেশি ভাবতে চাই না। এটা বলা ঠিক হবে না যে আমি খেলব বা খেলব না। আমি আমার ক্রিকেট উপভোগ করছি, দলকে নেতৃত্ব দিতে ভালোবাসি। এখন শুধু এটুকুই গুরুত্বপূর্ণ। ’