ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

  • আপডেট সময় : ০৮:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন কাবাডি দল। ইরানে ব্রোঞ্জ জিতেছেন নারী দল। আগামীতে যেন আরো সাফল্য আসে সেই লক্ষ্যে উন্নত প্রশিক্ষণের জন্য ২৫ লাখ টাকা কাবাডি ফেডারেশনকে অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে পদকজয়ীদের সংবর্ধনা দেওয়ার সময় এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউর মাকছুদ জাহেদী।

তিনি বলেছেন, ‘নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি। কাবাডির অনেক সম্ভাবনা আছে। বড় বড় দলকে আমরা কীভাবে হারাতে পারি সেই পরিকল্পনা করতে হবে। আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরও অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।

’ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় নিয়ে কোচ শাহনাজ পারভীন মালেকা বলেছেন, ‘টুর্নামেন্টে ভালো করতে সব ধরনের সহযোগিতা করেছে কাবাডি ফেডারেশন। নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক অর্জন করেছি। এটা অনেক গর্বের। আন্তর্জাতিক অঙ্গনে আমরা পদক হারিয়েছিলাম। আবার ফিরিয়ে আনতে শুরু করেছি। আমাদের জন্য কিছু করলে আমরা দেশকে আরও কিছু দিতে পারব।’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে অনুদান পাওয়ার আগে গতকাল জাতীয় পুরুষ ও নারী দলকে সংবর্ধনা দিয়েছে কাবাডি ফেডারেশন। উভয় দলকেই ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ করে টাকা দেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

আপডেট সময় : ০৮:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

ক্রীড়া প্রতিবেদক: এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন কাবাডি দল। ইরানে ব্রোঞ্জ জিতেছেন নারী দল। আগামীতে যেন আরো সাফল্য আসে সেই লক্ষ্যে উন্নত প্রশিক্ষণের জন্য ২৫ লাখ টাকা কাবাডি ফেডারেশনকে অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে পদকজয়ীদের সংবর্ধনা দেওয়ার সময় এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউর মাকছুদ জাহেদী।

তিনি বলেছেন, ‘নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি। কাবাডির অনেক সম্ভাবনা আছে। বড় বড় দলকে আমরা কীভাবে হারাতে পারি সেই পরিকল্পনা করতে হবে। আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরও অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।

’ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় নিয়ে কোচ শাহনাজ পারভীন মালেকা বলেছেন, ‘টুর্নামেন্টে ভালো করতে সব ধরনের সহযোগিতা করেছে কাবাডি ফেডারেশন। নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক অর্জন করেছি। এটা অনেক গর্বের। আন্তর্জাতিক অঙ্গনে আমরা পদক হারিয়েছিলাম। আবার ফিরিয়ে আনতে শুরু করেছি। আমাদের জন্য কিছু করলে আমরা দেশকে আরও কিছু দিতে পারব।’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে অনুদান পাওয়ার আগে গতকাল জাতীয় পুরুষ ও নারী দলকে সংবর্ধনা দিয়েছে কাবাডি ফেডারেশন। উভয় দলকেই ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ করে টাকা দেওয়া হয়েছে।