ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

শ্যামলীতে নারীদের প্রতি সহিংসতায় অভিযুক্ত রাসেল গ্রেফতার

  • আপডেট সময় : ০৭:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

নারীদের প্রতি সহিংসতাকারী রাসেলকে গ্রেফতার ডিবির সাইবার ক্রাইম ইউনিট- ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি সহিংসতাকারী মো. রাসেল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির সাইবার ক্রাইম ইউনিট।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে ডিবির সাইবার ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, গত ২৯ আগস্ট রাসেল শ্যামলী স্কয়ারের সামনে নারীদের প্রতি বিভিন্ন অবমাননাকর কথা বলে ও লাঠি দিয়ে আঘাত করে সহিংস আচরণ করে। পরবর্তী সময়ে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

শ্যামলীতে নারীদের প্রতি সহিংসতায় অভিযুক্ত রাসেল গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি সহিংসতাকারী মো. রাসেল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির সাইবার ক্রাইম ইউনিট।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে ডিবির সাইবার ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, গত ২৯ আগস্ট রাসেল শ্যামলী স্কয়ারের সামনে নারীদের প্রতি বিভিন্ন অবমাননাকর কথা বলে ও লাঠি দিয়ে আঘাত করে সহিংস আচরণ করে। পরবর্তী সময়ে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।