ক্রীড়া ডেস্ক: আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ যুবাদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা যুবাদের সিরিজের সূচি প্রকাশ করেছে। আগামী ২৪ এপ্রিল প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু দুই দলের মধ্যকার এই সিরিজ। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৬ এপ্রিল।
দ্বিতীয় ওয়ানডে ২৮ এপ্রিল। ১ মে হবে তৃতীয় ওয়ানডে। ৩, ৬ ও ৮ মে হবে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ওয়ানডে। প্রস্তুতি ম্যাচসহ সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। তবে ম্যাচগুলোর শুরুর সময় এখনও নির্ধারিত হয়নি। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার। লঙ্কা সিরিজের প্রস্তুতির জন্য কয়েকদিনের মধ্যেই অনুশীলন ক্যাম্প শুরু হবে দলটির।