ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

‘নৈরাজ্য ও মবের’ বিরুদ্ধে ‘কঠোর’ বার্তা

  • আপডেট সময় : ০৮:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম (বাঁয়ে), আইন উপদেষ্টা আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী (ডানে)। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক: নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা, ‘মব জাস্টিস’, ডাকাতির মত ঘটনা সরকার এখন থেকে কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে বলে তুলে ধরেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে অপরাধী যে-ই হোন না কেনো তাদের বিরুদ্ধে গ্রেফতার থেকে শুরু করে আইনি যত ব্যবস্থা আছে, সব নেওয়া হবে।

রোববার (৯ মার্চ) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে সরকারের অবস্থান তুলে ধরেন মাহফুজ আলম।

এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আইন মন্ত্রণালয়ে সাংবাদিক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, “আজকে আলোচনা হয়েছে, লালমাটিয়া ইস্যুতে বা যেখানেই হোক না কেন, আপনারা জানেন আইন হচ্ছে অন্ধ; যে অপরাধী হোন না কেনো এটার কোনো জাত-বাদ-ধর্ম দেখা হবে না। লিঙ্গও দেখা হবে না।

নারী কি পুরুষ; যিনি অপরাধ করুন না কেনো, যিনিই মব জাস্টিস করবেন না কেনো, তিনি ধার্মিক হোন, বিধার্মিক হোন, যেই হোন না কেনো তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি।

ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তুলে ধরেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, আজকে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে বা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকায় থাকব। ওখানেই গ্রেফতার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা স্টেকহোল্ডারদেরকে বলে দিয়েছি।

সরকার সব ধরনের মবের বিষয়ে ‘জিরো টলারেন্স’ অবস্থান নিয়েছে তুলে ধরে মাহফুজ আলম বলেন, আগে যে মবগুলো হয়েছে, মব জাস্টিসের ঘটনা ঘটেছে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হলে বা আমাদের জায়গা থেকে মামলার ব্যবস্থা নিতে পারি। এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি থেকে শুরু করে যে কোনো জায়গায় এখানে ওখানে গিয়ে ডাকাতি, যতগুলো ঝামেলা আছে, যতগুলো জটিলতা সোসাইটিতে তৈরি হয়েছে অস্থিরতা, নৈরাজ্য আমরা এসব বিষয়ে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হবো।

জনগণকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, এটা আজকে আমাদের মিটিং থেকে, আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই। জনগণকে জানাতে চাই যে, যেখানে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হবে সে যে-ই হোন না কেন, যে ধর্মের, যে বর্ণের, যে লিঙ্গের, যে জাতেরই হোন না কেনো আমরা ওখান থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হবো।

এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা প্রত্যেকেই ডিস্টার্বড আপনাদের মত। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি-আমাদের আরো অনেক কঠোর হতে হবে।ৃআজকে আমরা সিদ্ধান্তে এসেছি, আমাদের কঠোর হওয়ার সময় এসেছে এবং এখানে যে কোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের কাছে গেলে যদি কেউ কোনো প্রতিকার না পায় আমার নজরে আনবেন। সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ধর্ষণের বিরুদ্ধে ফুঁসছে দেশ

‘নৈরাজ্য ও মবের’ বিরুদ্ধে ‘কঠোর’ বার্তা

আপডেট সময় : ০৮:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা, ‘মব জাস্টিস’, ডাকাতির মত ঘটনা সরকার এখন থেকে কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে বলে তুলে ধরেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে অপরাধী যে-ই হোন না কেনো তাদের বিরুদ্ধে গ্রেফতার থেকে শুরু করে আইনি যত ব্যবস্থা আছে, সব নেওয়া হবে।

রোববার (৯ মার্চ) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে সরকারের অবস্থান তুলে ধরেন মাহফুজ আলম।

এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আইন মন্ত্রণালয়ে সাংবাদিক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, “আজকে আলোচনা হয়েছে, লালমাটিয়া ইস্যুতে বা যেখানেই হোক না কেন, আপনারা জানেন আইন হচ্ছে অন্ধ; যে অপরাধী হোন না কেনো এটার কোনো জাত-বাদ-ধর্ম দেখা হবে না। লিঙ্গও দেখা হবে না।

নারী কি পুরুষ; যিনি অপরাধ করুন না কেনো, যিনিই মব জাস্টিস করবেন না কেনো, তিনি ধার্মিক হোন, বিধার্মিক হোন, যেই হোন না কেনো তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি।

ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তুলে ধরেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, আজকে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে বা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকায় থাকব। ওখানেই গ্রেফতার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা স্টেকহোল্ডারদেরকে বলে দিয়েছি।

সরকার সব ধরনের মবের বিষয়ে ‘জিরো টলারেন্স’ অবস্থান নিয়েছে তুলে ধরে মাহফুজ আলম বলেন, আগে যে মবগুলো হয়েছে, মব জাস্টিসের ঘটনা ঘটেছে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হলে বা আমাদের জায়গা থেকে মামলার ব্যবস্থা নিতে পারি। এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি থেকে শুরু করে যে কোনো জায়গায় এখানে ওখানে গিয়ে ডাকাতি, যতগুলো ঝামেলা আছে, যতগুলো জটিলতা সোসাইটিতে তৈরি হয়েছে অস্থিরতা, নৈরাজ্য আমরা এসব বিষয়ে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হবো।

জনগণকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, এটা আজকে আমাদের মিটিং থেকে, আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই। জনগণকে জানাতে চাই যে, যেখানে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হবে সে যে-ই হোন না কেন, যে ধর্মের, যে বর্ণের, যে লিঙ্গের, যে জাতেরই হোন না কেনো আমরা ওখান থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হবো।

এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা প্রত্যেকেই ডিস্টার্বড আপনাদের মত। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি-আমাদের আরো অনেক কঠোর হতে হবে।ৃআজকে আমরা সিদ্ধান্তে এসেছি, আমাদের কঠোর হওয়ার সময় এসেছে এবং এখানে যে কোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের কাছে গেলে যদি কেউ কোনো প্রতিকার না পায় আমার নজরে আনবেন। সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব।