ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

অস্ট্রেলিয়ায় ঝড়-বন্যায় বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ মানুষ

  • আপডেট সময় : ০৬:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ায় বন্যার ছবি এএফপির সৌজন্যে

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় শক্তি হারিয়ে অনেকটাই দুর্বল হয়ে পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আলফ্রেড। এর প্রভাবে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানি থেকে একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ঝড়ের মধ্যে একটি সামরিক যান দুর্ঘটনায় পড়ে আরো ১৩ সেনা সদস্য আহত হয়েছেন। খবর বিবিসির।

ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া আলফ্রেড স্থানীয় সময় শনিবার (৮ মার্চ) উপকূলের কাছাকাছি এসে শক্তি হারিয়ে কিছুটা দুর্বল হয়ে পড়ে। পরে ঝড়টি কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের কাছ দিয়ে উপকূল অতিক্রম করে।

স্থানীয় কর্মকর্তারা লোকজনকে বাড়িতেই অবস্থান করতে বলেছেন। এই ঝড় থেকে বিপদের ঝুঁকি এখনও কাটেনি বলে সতর্ক করা হয়েছে।

ঝড়ের কারণে বিভিন্ন স্থানে গাছ-পালা ভেঙে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। ওই অঞ্চলে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে।

পুলিশ জানিয়েছে, শনিবার তারা ৬১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন। তিনি শুক্রবার নিখোঁজ হয়েছিলেন। নিউ সাউথ ওয়েলসের ডোরিগোতে বন্যার পানিতে তার গাড়ি আটকে যায়।

জরুরি উদ্ধারকর্মীরা ওই ব্যক্তিকে তার গাড়ি থেকে বের হয়ে নদীর তীরের একটি গাছে উঠতে দেখেছিলেন। কিন্তু তিনি পানির স্রোতে ভেসে যাওয়ায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার পুলিশ যে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন তিনিই ওই নিখোঁজ ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে। শনিবার পৃথক একটি ঘটনায় ব্রিসবেন থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণের লিসমোরে একটি সামরিক দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফেডারেল প্রতিরক্ষা কর্মী মন্ত্রী ম্যাট কেওগ।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ধর্ষণের বিরুদ্ধে ফুঁসছে দেশ

অস্ট্রেলিয়ায় ঝড়-বন্যায় বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ মানুষ

আপডেট সময় : ০৬:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় শক্তি হারিয়ে অনেকটাই দুর্বল হয়ে পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আলফ্রেড। এর প্রভাবে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানি থেকে একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ঝড়ের মধ্যে একটি সামরিক যান দুর্ঘটনায় পড়ে আরো ১৩ সেনা সদস্য আহত হয়েছেন। খবর বিবিসির।

ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া আলফ্রেড স্থানীয় সময় শনিবার (৮ মার্চ) উপকূলের কাছাকাছি এসে শক্তি হারিয়ে কিছুটা দুর্বল হয়ে পড়ে। পরে ঝড়টি কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের কাছ দিয়ে উপকূল অতিক্রম করে।

স্থানীয় কর্মকর্তারা লোকজনকে বাড়িতেই অবস্থান করতে বলেছেন। এই ঝড় থেকে বিপদের ঝুঁকি এখনও কাটেনি বলে সতর্ক করা হয়েছে।

ঝড়ের কারণে বিভিন্ন স্থানে গাছ-পালা ভেঙে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। ওই অঞ্চলে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে।

পুলিশ জানিয়েছে, শনিবার তারা ৬১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন। তিনি শুক্রবার নিখোঁজ হয়েছিলেন। নিউ সাউথ ওয়েলসের ডোরিগোতে বন্যার পানিতে তার গাড়ি আটকে যায়।

জরুরি উদ্ধারকর্মীরা ওই ব্যক্তিকে তার গাড়ি থেকে বের হয়ে নদীর তীরের একটি গাছে উঠতে দেখেছিলেন। কিন্তু তিনি পানির স্রোতে ভেসে যাওয়ায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার পুলিশ যে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন তিনিই ওই নিখোঁজ ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে। শনিবার পৃথক একটি ঘটনায় ব্রিসবেন থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণের লিসমোরে একটি সামরিক দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফেডারেল প্রতিরক্ষা কর্মী মন্ত্রী ম্যাট কেওগ।