ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাফুফে সভাপতির

  • আপডেট সময় : ০৫:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ২০১৮ সালে ফিফা কর্তৃক আর্থিক নিষেধাজ্ঞা পেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন সভাপতি তাবিথ আউওয়াল দায়িত্ব নেওয়ার পর গতকাল সেই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে বাফুফে। এবার নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাফুফে সভাপতি। নিজের ফেসবুক পেজে ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি। সেখানে উল্লেখ করেছেন নতুন উদ্যমে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান।

নিজের ফেসবুকে তাবিথ লিখেছেন, আজ (গতকাল) ২০১৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর আরোপিত আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমরা ফিফার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের ফুটবলকে আরও শক্তিশালী ও উন্নত করতে আমরা ফিফার সঙ্গে ঘনিষ্ঠভাবে এবং সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী। আমরা সংস্কার, সমতা ও স্বচ্ছতার ভিত্তিতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ফিফার ২১০তম আন্তর্জাতিক সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ থেকে যে নতুন যাত্রা শুরু করল, তা আমরা গর্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাব।’

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফা ফান্ডের অডিটের জন্য ফিফার প্রতিনিধি দল এসেছিল। বাফুফের ধারণা ছিল মার্চের মাঝামাঝি সময়ে ফিফা থেকে একটি সংবাদ পাবে। প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগেই বাফুফে সেই খবর পেয়েছে গত শুক্রবার। ঢাকায় আসা প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপরই মূলত ফান্ড ছাড়করণের শিথিলতা সরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর।

ফেডারেশনের তথ্য অনুযায়ী ২০১৮ সাল থেকে বাফুফে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল। আর্থিক অনুদান অতিরিক্ত কিস্তিতে পেলেও সেটা ছিল ফেডারেশনের জন্য অসম্মানের। ফিফা আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করার পর নতুন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের অন্যতম লক্ষ্য ছিল বাফুফেকে ফিফার এই তালিকা থেকে বের করা। নতুন সভাপতি তাবিথ আউয়ালও ফিফা প্রতিনিধির সম্প্রতি ঢাকা সফরকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাফুফে সভাপতির

আপডেট সময় : ০৫:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: ২০১৮ সালে ফিফা কর্তৃক আর্থিক নিষেধাজ্ঞা পেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন সভাপতি তাবিথ আউওয়াল দায়িত্ব নেওয়ার পর গতকাল সেই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে বাফুফে। এবার নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাফুফে সভাপতি। নিজের ফেসবুক পেজে ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি। সেখানে উল্লেখ করেছেন নতুন উদ্যমে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান।

নিজের ফেসবুকে তাবিথ লিখেছেন, আজ (গতকাল) ২০১৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর আরোপিত আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমরা ফিফার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের ফুটবলকে আরও শক্তিশালী ও উন্নত করতে আমরা ফিফার সঙ্গে ঘনিষ্ঠভাবে এবং সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী। আমরা সংস্কার, সমতা ও স্বচ্ছতার ভিত্তিতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ফিফার ২১০তম আন্তর্জাতিক সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ থেকে যে নতুন যাত্রা শুরু করল, তা আমরা গর্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাব।’

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফা ফান্ডের অডিটের জন্য ফিফার প্রতিনিধি দল এসেছিল। বাফুফের ধারণা ছিল মার্চের মাঝামাঝি সময়ে ফিফা থেকে একটি সংবাদ পাবে। প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগেই বাফুফে সেই খবর পেয়েছে গত শুক্রবার। ঢাকায় আসা প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপরই মূলত ফান্ড ছাড়করণের শিথিলতা সরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর।

ফেডারেশনের তথ্য অনুযায়ী ২০১৮ সাল থেকে বাফুফে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল। আর্থিক অনুদান অতিরিক্ত কিস্তিতে পেলেও সেটা ছিল ফেডারেশনের জন্য অসম্মানের। ফিফা আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করার পর নতুন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের অন্যতম লক্ষ্য ছিল বাফুফেকে ফিফার এই তালিকা থেকে বের করা। নতুন সভাপতি তাবিথ আউয়ালও ফিফা প্রতিনিধির সম্প্রতি ঢাকা সফরকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন।