ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

ইউনাইটেডে নিজের ‘অজানা ভবিষ্যৎ’ নিয়ে আপাতত চুপ কাসেমিরো

  • আপডেট সময় : ০৫:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: হুবেন আমুরি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নেওয়ার পর ক্রমেই দলে জায়গা নড়বড়ে হয়ে গেছে কাসেমিরোর। ক্লাবটিতে তার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে ‘আগামী মৌসুমে এখানে থাকবেন কি না’, এ বিষয়ে এখনই কথা বলাটা খুব তাড়াহুড়া হয়ে যায় বলে মনে করেন ব্রাজিলিয়ান তারকা।
রিয়াল মাদ্রিদের সাফল্যে ভরা অধ্যায় শেষে নতুন চ্যালেঞ্জের আশায় ২০২২ সালের অগাস্টে ইউনাইটেডে পাড়ি জমান কাসেমিরো। দীর্ঘদিন ধরে ছন্দ খুঁজে ফেরা দলটিতে শুরু থেকেই খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। কিন্তু সাবেক কোচ এরিক টেন হাগের জায়গায় গত নভেম্বরে আমুরি আসার পর থেকে মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করেন তিনি। অবশ্য এর কারণ শুধু পারফরম্যান্স নয়।

ক্লাবে বেতন বাবদ খরচ কমানোর চেষ্টা করছে ইউনাইটেড, আর কাসেমিরো দলটির সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের একজন। সম্প্রতি তিনিও আভাস দেন চলে যাওয়ার এবং গ্রীষ্মের দলবদলের কাছাকাছি সময় এই সিদ্ধান্ত হবে।
প্রিমিয়ার লিগে রোববার গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে ইউনাইটেড। আগের দিন নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ডিফেন্সিভ মিডফিল্ডার বললেন, এখনই এ বিষয়ে কথা ঠিক হবে না। আগামী মৌসুম নিয়ে এখনই কথা বলা খুব আগেভাগে হয়ে যায়। তবে অবশ্যই আমার চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি আছে এবং এরপরও সুযোগ আছে। সামনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে এবং রোববার আমাদের প্রতিপক্ষ আর্সেনাল। এখন আমি এখানে আছে, পরিপূর্ণ আনন্দ নিয়ে খেলতে প্রস্তুত এবং কোচ ও ক্লাবের জন্য আমি প্রস্তুত।

পর্তুগিজ কোচ আমুরির সময়ে মাত্র সাতটি ম্যাচে ইউনাইটেডের শুরুর একাদশে সুযোগ পেয়েছেন কাসেমিরো। আবারও নিয়মিত শুরুর একাদশে খেলার প্রত্যাশা করে তিনি বলেন, অবশ্যই আমি খেলতে চাই। কিন্তু সবসময় বলেছি এবং এগুলো আমার মূল্যবোধ, আমি কোচকে অনেক সম্মান করি, ক্লাবকে শ্রদ্ধা করি। প্রতিদিন আমি ক্যারিংটন (ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ড) কিংবা ওল্ড ট্র্যাফোর্ডে যাই, আমি আমার সর্বোচ্চটা দেই। যদি কোনো খেলোয়াড় বেঞ্চে থেকেও খুশি থাকে, তাহলে ওই খেলোয়াড় কোনো ক্লাবে কোনো কিছুর যোগ্য না। অবশ্যই আমি খেলতে চাই, আরও বেশি সময় মাঠে থাকতে চাই। তবে সিদ্ধান্তটা কোচ নেবেন এবং তার ও এই ক্লাবের প্রতি আমার অনেক সম্মান আছে।

আর্সেনালের বিপক্ষে আসছে ম্যাচে অবশ্য ৩৩ বছর বয়সী এই ফুটবলারের শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গত ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মানুয়েল উগার্তে, ওই ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। ফিটনেস সমস্যায় আর্সেনালের বিপক্ষেও খেলতে পারবেন না উরুগুয়ের ২৩ বছর বয়সী মিডফিল্ডার উগার্তে। ২৭ ম্যাচে মাত্র ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪ নম্বরে আছে ইউনাইটেড। গত দুই রাউন্ডে জিততে না পারা আর্সেনাল সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে, লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউনাইটেডে নিজের ‘অজানা ভবিষ্যৎ’ নিয়ে আপাতত চুপ কাসেমিরো

আপডেট সময় : ০৫:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: হুবেন আমুরি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নেওয়ার পর ক্রমেই দলে জায়গা নড়বড়ে হয়ে গেছে কাসেমিরোর। ক্লাবটিতে তার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে ‘আগামী মৌসুমে এখানে থাকবেন কি না’, এ বিষয়ে এখনই কথা বলাটা খুব তাড়াহুড়া হয়ে যায় বলে মনে করেন ব্রাজিলিয়ান তারকা।
রিয়াল মাদ্রিদের সাফল্যে ভরা অধ্যায় শেষে নতুন চ্যালেঞ্জের আশায় ২০২২ সালের অগাস্টে ইউনাইটেডে পাড়ি জমান কাসেমিরো। দীর্ঘদিন ধরে ছন্দ খুঁজে ফেরা দলটিতে শুরু থেকেই খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। কিন্তু সাবেক কোচ এরিক টেন হাগের জায়গায় গত নভেম্বরে আমুরি আসার পর থেকে মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করেন তিনি। অবশ্য এর কারণ শুধু পারফরম্যান্স নয়।

ক্লাবে বেতন বাবদ খরচ কমানোর চেষ্টা করছে ইউনাইটেড, আর কাসেমিরো দলটির সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের একজন। সম্প্রতি তিনিও আভাস দেন চলে যাওয়ার এবং গ্রীষ্মের দলবদলের কাছাকাছি সময় এই সিদ্ধান্ত হবে।
প্রিমিয়ার লিগে রোববার গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে ইউনাইটেড। আগের দিন নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ডিফেন্সিভ মিডফিল্ডার বললেন, এখনই এ বিষয়ে কথা ঠিক হবে না। আগামী মৌসুম নিয়ে এখনই কথা বলা খুব আগেভাগে হয়ে যায়। তবে অবশ্যই আমার চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি আছে এবং এরপরও সুযোগ আছে। সামনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে এবং রোববার আমাদের প্রতিপক্ষ আর্সেনাল। এখন আমি এখানে আছে, পরিপূর্ণ আনন্দ নিয়ে খেলতে প্রস্তুত এবং কোচ ও ক্লাবের জন্য আমি প্রস্তুত।

পর্তুগিজ কোচ আমুরির সময়ে মাত্র সাতটি ম্যাচে ইউনাইটেডের শুরুর একাদশে সুযোগ পেয়েছেন কাসেমিরো। আবারও নিয়মিত শুরুর একাদশে খেলার প্রত্যাশা করে তিনি বলেন, অবশ্যই আমি খেলতে চাই। কিন্তু সবসময় বলেছি এবং এগুলো আমার মূল্যবোধ, আমি কোচকে অনেক সম্মান করি, ক্লাবকে শ্রদ্ধা করি। প্রতিদিন আমি ক্যারিংটন (ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ড) কিংবা ওল্ড ট্র্যাফোর্ডে যাই, আমি আমার সর্বোচ্চটা দেই। যদি কোনো খেলোয়াড় বেঞ্চে থেকেও খুশি থাকে, তাহলে ওই খেলোয়াড় কোনো ক্লাবে কোনো কিছুর যোগ্য না। অবশ্যই আমি খেলতে চাই, আরও বেশি সময় মাঠে থাকতে চাই। তবে সিদ্ধান্তটা কোচ নেবেন এবং তার ও এই ক্লাবের প্রতি আমার অনেক সম্মান আছে।

আর্সেনালের বিপক্ষে আসছে ম্যাচে অবশ্য ৩৩ বছর বয়সী এই ফুটবলারের শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গত ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মানুয়েল উগার্তে, ওই ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। ফিটনেস সমস্যায় আর্সেনালের বিপক্ষেও খেলতে পারবেন না উরুগুয়ের ২৩ বছর বয়সী মিডফিল্ডার উগার্তে। ২৭ ম্যাচে মাত্র ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪ নম্বরে আছে ইউনাইটেড। গত দুই রাউন্ডে জিততে না পারা আর্সেনাল সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে, লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে।