ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

১৯ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড

  • আপডেট সময় : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দীর্ঘ ১৯ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। বুধবার ৫ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দু’দল। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এর আগে ২০০৬ ও ২০০৯ সালে একে অপরের বিপক্ষে খেলেছিল তারা। দু’বারের মোকাবেলায় একবার করে জিতেছে দু’দল। ২০০৬ সালে ভারতের অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের।

প্রথম দেখায় প্রোটিয়াদের ৮৭ রানে হারায় কিউইরা। তৎকালীন অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের ৮৯ রানেরর পরও প্রথমে ব্যাট করে ১৯৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে নিউজিল্যান্ড বোলারদের দারুণ নৈপুন্যে ১০৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২০০৯ সালে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। এবার গ্রুপ পর্বের লড়াইয়ে ৫ উইকেটে জয় পায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে ২১৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্নেল ৫৭ রানে ৫ উইকেট নেন। জবাবে এবি ডি ভিলিয়ার্সের অপরাাজিত ৭০ রানে ৫৩ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি লড়াইয়ে সমান-সমান দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবার এগিয়ে যাবার পালা দু’দলের জন্য।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১৯ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড

আপডেট সময় : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: দীর্ঘ ১৯ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। বুধবার ৫ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দু’দল। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এর আগে ২০০৬ ও ২০০৯ সালে একে অপরের বিপক্ষে খেলেছিল তারা। দু’বারের মোকাবেলায় একবার করে জিতেছে দু’দল। ২০০৬ সালে ভারতের অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের।

প্রথম দেখায় প্রোটিয়াদের ৮৭ রানে হারায় কিউইরা। তৎকালীন অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের ৮৯ রানেরর পরও প্রথমে ব্যাট করে ১৯৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে নিউজিল্যান্ড বোলারদের দারুণ নৈপুন্যে ১০৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২০০৯ সালে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। এবার গ্রুপ পর্বের লড়াইয়ে ৫ উইকেটে জয় পায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে ২১৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্নেল ৫৭ রানে ৫ উইকেট নেন। জবাবে এবি ডি ভিলিয়ার্সের অপরাাজিত ৭০ রানে ৫৩ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি লড়াইয়ে সমান-সমান দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবার এগিয়ে যাবার পালা দু’দলের জন্য।