বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা। বিরতিহীন আজও অভিনয় করে যাচ্ছেন। দীর্ঘদিন পর তাকে দেখা যাবে ওটিটিতে। দুই বছর আগে তিনি ওটিটির একটি সিরিজে কাজ করেছিলেন। নতুন করে তিনি ওটিটির জন্য অভিনয় করেছেন ‘আমলনামা’ নামক একটি ওয়েব ফিল্মে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। বরাবররের মতো এই ছবিটিও সত্য ঘটনা অবলম্বনে তৈরি করছেন রাফী।
তিনি বলেন, ‘এই সিনেমায় যে গল্পটি দেখানো হচ্ছে, তা দর্শককে একধরনের রহস্যে ডুবিয়ে রাখবে। আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। এই সিনেমাতেও দর্শক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’ জাহিদ হাসানও আশাবাদী নতুন ছবিটি নিয়ে। ওয়েব ফিল্মটিতে জাহিদ হাসানকে একজন পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে। তবে তিনি এখনই নিজের চরিত্র বা গল্পের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি। তিনি বলেন, ‘রাফী এখন খুব ভালো কাজ করছে। আমার অভিজ্ঞতাও ভাল। ‘আমলনামা’ গল্পটিই অসাধারণ। দর্শকের ভালো লাগবে আমার বিশ্বাস।’ ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, তমা মির্জা, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ। এতে চমক হিসেবে আছেন তমা মির্জাও। ‘আমলনামা’ মার্চ মাসের মাঝামাঝি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

















