ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ মার্চ ২০২৫

ভেঙে গেল তামান্না-বিজয়ের প্রেম!

  • আপডেট সময় : ০৫:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ‘বাহুবলি’খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া আর খলনায়ক বিজয় ভার্মার প্রেমের সম্পর্কের খবর কারো অজানা নয়। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছেন এই জুটি। হঠাৎ বদলে গেল সব চিত্রপট। জানা গেল, ভেঙে গেছে এ জুটির প্রেম। পিঙ্কভিলাকে একটি সূত্র বলেন, “এক সপ্তাহ আগে তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। তবে তারা ভালো বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার পরিকল্পনা করেছেন।”

প্রেম থেকে পরিণয়ের পথে ছিল যে প্রেম, সেই সম্পর্ক কেন ভেঙে গেল সে বিষয়ে কিছু জানায়নি সূত্রটি। এমনকি, তামান্না-বিজয়ও বিষয়টি নিয়ে এখনো নীরবতা ভাঙেননি। কঙ্কনা সেন শর্মা পরিচালিত অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ টু’। চারটি গল্প নিয়ে গড়ে উঠেছে এর গল্প। এতে অভিনয় করেন তামান্না-বিজয়। মূলত, এ সিনেমার শুটিং সেটে তাদের প্রেমের গল্পের সূচনা। ২০২৩ সালে তামান্না ভাটিয়া আর বিজয় ভার্মার চুম্বনের ভিডিও ফাঁস হয়। তারপরই তাদের প্রেম নিয়ে হইচই পড়ে যায়। পরবর্তীতে প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকার করেন এই প্রেমিক যুগল। প্রেমকে পরিণয়ে রূপ দিতে জোর কদমে হাঁটছেন বলেও খবর শোনা যায়। এরই মাঝে বিচ্ছেদের খবরে হতাশ এ জুটির ভক্ত-অনুরাগীরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভেঙে গেল তামান্না-বিজয়ের প্রেম!

আপডেট সময় : ০৫:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক: ‘বাহুবলি’খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া আর খলনায়ক বিজয় ভার্মার প্রেমের সম্পর্কের খবর কারো অজানা নয়। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছেন এই জুটি। হঠাৎ বদলে গেল সব চিত্রপট। জানা গেল, ভেঙে গেছে এ জুটির প্রেম। পিঙ্কভিলাকে একটি সূত্র বলেন, “এক সপ্তাহ আগে তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। তবে তারা ভালো বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার পরিকল্পনা করেছেন।”

প্রেম থেকে পরিণয়ের পথে ছিল যে প্রেম, সেই সম্পর্ক কেন ভেঙে গেল সে বিষয়ে কিছু জানায়নি সূত্রটি। এমনকি, তামান্না-বিজয়ও বিষয়টি নিয়ে এখনো নীরবতা ভাঙেননি। কঙ্কনা সেন শর্মা পরিচালিত অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ টু’। চারটি গল্প নিয়ে গড়ে উঠেছে এর গল্প। এতে অভিনয় করেন তামান্না-বিজয়। মূলত, এ সিনেমার শুটিং সেটে তাদের প্রেমের গল্পের সূচনা। ২০২৩ সালে তামান্না ভাটিয়া আর বিজয় ভার্মার চুম্বনের ভিডিও ফাঁস হয়। তারপরই তাদের প্রেম নিয়ে হইচই পড়ে যায়। পরবর্তীতে প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকার করেন এই প্রেমিক যুগল। প্রেমকে পরিণয়ে রূপ দিতে জোর কদমে হাঁটছেন বলেও খবর শোনা যায়। এরই মাঝে বিচ্ছেদের খবরে হতাশ এ জুটির ভক্ত-অনুরাগীরা।