ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

  • আপডেট সময় : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ মার্চ) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৭ ও ১৯০৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৪২১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৬৬ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। রোববার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৪টি কোম্পানির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো, আরডি ফুড, শাইনপুকুর সিরামিক, লাভেলো আইসক্রিম, কেডিএস এক্সোসরিজ, রিলায়েন্স ওয়ান ফাস্ট স্কিম মিউচ্যুয়াল ফান্ড, ফুওয়াং ফুড, খান ব্রাদার্স ও ওয়াইম্যাক্স লিমিটেড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই রোববার ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬০৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। রোববার সিএসইতে ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯৮ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ১০৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

আপডেট সময় : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

অর্থনৈতিক প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ মার্চ) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৭ ও ১৯০৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৪২১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৬৬ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। রোববার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৪টি কোম্পানির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো, আরডি ফুড, শাইনপুকুর সিরামিক, লাভেলো আইসক্রিম, কেডিএস এক্সোসরিজ, রিলায়েন্স ওয়ান ফাস্ট স্কিম মিউচ্যুয়াল ফান্ড, ফুওয়াং ফুড, খান ব্রাদার্স ও ওয়াইম্যাক্স লিমিটেড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই রোববার ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬০৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। রোববার সিএসইতে ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯৮ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ১০৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।