ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

মার্চে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

  • আপডেট সময় : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে থাকে সরকার। এবার মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আজ শনিবার (১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের দাম প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের জন্য যে দাম নির্ধারণ করা হয় সেখানে লিটার প্রতি এক টাকা দাম বাড়ানো হয়েছিল। ফেব্রুয়ারি মাসে ডিজেল এবং কেরোসিনের দাম প্রতি লিটার ১০৪ থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা করা হয়। অকটেনের দাম ১২৫ থেকে ১ টাকা বাড়িয়ে ১২৬ টাকা এবং একইভাবে পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১২২ টাকায় সমন্বয় করা হয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মার্চে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আপডেট সময় : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

অর্থনৈতিক প্রতিবেদক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে থাকে সরকার। এবার মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আজ শনিবার (১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের দাম প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের জন্য যে দাম নির্ধারণ করা হয় সেখানে লিটার প্রতি এক টাকা দাম বাড়ানো হয়েছিল। ফেব্রুয়ারি মাসে ডিজেল এবং কেরোসিনের দাম প্রতি লিটার ১০৪ থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা করা হয়। অকটেনের দাম ১২৫ থেকে ১ টাকা বাড়িয়ে ১২৬ টাকা এবং একইভাবে পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১২২ টাকায় সমন্বয় করা হয়েছিল।