ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫

ফরাসি দ্বীপে সাইক্লোনের আঘাত, নিহত ৪

  • আপডেট সময় : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ফ্রান্সের ওভারসিজ টেরিটরি লা রিউনিয়নে সাইক্লোন গারান্স ফ্রা আঘাতে অন্তত চারজন মারা গেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) বেগে প্রবাহিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও জনগণকে সতর্ক থাকার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয় প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঝড়ের নতুন আপডেট জানিয়েছে। বলেছে, গারান্সকে এখন একটি শক্তিশালী ক্রান্তীয় ঝড় হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে এবং লাল সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৯৫৩ জনকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। ঝড়ের প্রভাবে ১ লাখ ৬০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন এবং ৩ লাখ ১০ হাজার বাড়িতে পানির অভাবে দেখা দিয়েছে।

শুক্রবার সাইক্লোনটি ভারত মহাসাগরের এই দ্বীপের উত্তর অংশে আছড়ে পড়ে, যা মাদাগাস্কারের উপকূলের কাছাকাছি অবস্থিত। এটি অনেক বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে গেছে এবং বহু বাসিন্দার জন্য বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে। ফরাসি আবহাওয়া সংস্থা মেটিও ফ্রান্স জানিয়েছে, কয়েক ঘণ্টা পর সাইক্লোনটি দ্বীপের দক্ষিণ-পশ্চিম অংশ দিয়ে বেরিয়ে যায়।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফরাসি দ্বীপে সাইক্লোনের আঘাত, নিহত ৪

আপডেট সময় : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ফ্রান্সের ওভারসিজ টেরিটরি লা রিউনিয়নে সাইক্লোন গারান্স ফ্রা আঘাতে অন্তত চারজন মারা গেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) বেগে প্রবাহিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও জনগণকে সতর্ক থাকার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয় প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঝড়ের নতুন আপডেট জানিয়েছে। বলেছে, গারান্সকে এখন একটি শক্তিশালী ক্রান্তীয় ঝড় হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে এবং লাল সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৯৫৩ জনকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। ঝড়ের প্রভাবে ১ লাখ ৬০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন এবং ৩ লাখ ১০ হাজার বাড়িতে পানির অভাবে দেখা দিয়েছে।

শুক্রবার সাইক্লোনটি ভারত মহাসাগরের এই দ্বীপের উত্তর অংশে আছড়ে পড়ে, যা মাদাগাস্কারের উপকূলের কাছাকাছি অবস্থিত। এটি অনেক বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে গেছে এবং বহু বাসিন্দার জন্য বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে। ফরাসি আবহাওয়া সংস্থা মেটিও ফ্রান্স জানিয়েছে, কয়েক ঘণ্টা পর সাইক্লোনটি দ্বীপের দক্ষিণ-পশ্চিম অংশ দিয়ে বেরিয়ে যায়।