চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলো চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রামদাসদীর মাইমুনা (৩), সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার জুনায়েদ হোসেন (২)। মাইমুনার ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ তাদের খোঁজ মিলছে না। পরে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। লোকজন পারিবারিক রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিল। পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায় তারা। পরে খোঁজাখুজির এক পর্যায়ে তারা পানিতে ভেসে উঠে।