ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ মার্চ ২০২৫

‘ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছু আমাদের রাজনীতিতে জায়গা পাবে না’

  • আপডেট সময় : ০৫:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম-ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সদ্য অভিষেক হওয়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ছাড়াই আমরা আমাদের ভুল সংশোধন করে নেবো।’

শনিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই একই রকম স্ট্যাটাস পোস্ট করেন। তবে সারজিস আলম উল্লেখ করেন, ‘এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।’

নতুন রাজনৈতিক দলের এই দুই নেতা তাদের পোস্টে উল্লেখ করেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না।’

প্রসঙ্গত, তাদের দুজনরই একই রকম স্ট্যাটাসে অনেকের মনেই প্রশ্ন জেগেছে ঘটনার প্রসঙ্গ কী? তবে তাদের পোস্টে ‘প্রসঙ্গ’ সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের সমকামী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুক্রবার রাত থেকে বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর নানাধরনের আলোচনা-সমালোচনা শুরু হয় কমিটি নিয়ে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছু আমাদের রাজনীতিতে জায়গা পাবে না’

আপডেট সময় : ০৫:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সদ্য অভিষেক হওয়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ছাড়াই আমরা আমাদের ভুল সংশোধন করে নেবো।’

শনিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই একই রকম স্ট্যাটাস পোস্ট করেন। তবে সারজিস আলম উল্লেখ করেন, ‘এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।’

নতুন রাজনৈতিক দলের এই দুই নেতা তাদের পোস্টে উল্লেখ করেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না।’

প্রসঙ্গত, তাদের দুজনরই একই রকম স্ট্যাটাসে অনেকের মনেই প্রশ্ন জেগেছে ঘটনার প্রসঙ্গ কী? তবে তাদের পোস্টে ‘প্রসঙ্গ’ সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের সমকামী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুক্রবার রাত থেকে বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর নানাধরনের আলোচনা-সমালোচনা শুরু হয় কমিটি নিয়ে।