ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

খালাস পেলেন বিএনপি-জামায়াতের দুশ’ নেতাকর্মী

  • আপডেট সময় : ০৬:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

নড়াইল সংবাদদাতা : নড়াইলে পুলিশের দায়ের করা নাশকতার মামলা থেকে ১২ বছর পর খালাস পেলেন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুশ’ নেতাকর্মী। তারা সবাই মামলার চার্জশিটভূক্ত আসামি ছিলেন। নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

খালাসপ্রাপ্ত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব এবং জামায়াতে ইসলামী নেতা ওলিয়ার রহমান ও শরিফুল ইসলাম বেগ। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পুলিশ তাদেরকে বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে অনেক নেতাকর্মী গুরুতর আহত হন।

এ ঘটনায় ওইদিন নাশকতার অভিযোগে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান। মামলায় ৭৮ জনের নাম উল্লেখসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর আড়াই থেতে তিন হাজার অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়। পরে মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৭ আগস্ট আদালতে দুশ’জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

খালাস পেলেন বিএনপি-জামায়াতের দুশ’ নেতাকর্মী

আপডেট সময় : ০৬:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

নড়াইল সংবাদদাতা : নড়াইলে পুলিশের দায়ের করা নাশকতার মামলা থেকে ১২ বছর পর খালাস পেলেন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুশ’ নেতাকর্মী। তারা সবাই মামলার চার্জশিটভূক্ত আসামি ছিলেন। নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

খালাসপ্রাপ্ত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব এবং জামায়াতে ইসলামী নেতা ওলিয়ার রহমান ও শরিফুল ইসলাম বেগ। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পুলিশ তাদেরকে বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে অনেক নেতাকর্মী গুরুতর আহত হন।

এ ঘটনায় ওইদিন নাশকতার অভিযোগে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান। মামলায় ৭৮ জনের নাম উল্লেখসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর আড়াই থেতে তিন হাজার অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়। পরে মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৭ আগস্ট আদালতে দুশ’জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।