বিদেশের খবর ডেস্ক: ইউক্রেন থেকে ১৬ শিশুকে রাশিয়ায় ফিরিয়ে আনার চেষ্টা করছে ক্রেমলিন। এর পাশাপাশি ইউক্রেনীয় আত্মীয়দের সঙ্গে ১০ শিশুর পুনর্মিলনের পদক্ষেপও নেওয়া হচ্ছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রুশ বার্তা সংস্থা আরআইএ রুশ প্রেসিডেনশিয়াল কমিশনার ফর চিল্ড্রেন্স রাইটসের বরাতে এক প্রতিবেদনে এসব কথা বলেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আরআইএকে এক সাক্ষাৎকারে কমিশনার মারিয়া লভোভা-বেলোভা বলেছেন, আমরা কেবল আইনগত প্রতিনিধিদের সঙ্গে কাজ করি; যারা সন্তানের দায়িত্ব নেওয়ার যথাযথ অধিকার রাখেন। অর্থাৎ আত্মীয়স্বজন বা মা-বাবা; যারা আইনগতভাবে শিশুদের দেখভালের অধিকার রাখেন। তিনি দাবি করেছেন, এখন পর্যন্ত ইউক্রেনীয় স্বজনদের কাছে ফিরে গেছে ৯৫ শিশু আর রাশিয়ার ফিরেছে ১৭ জন।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক দফায় স্বজনদের কাছে শিশুদের ফিরিয়ে দিয়েছে মস্কো ও কিয়েভ। ইউক্রেনের পুনএকত্রীকরণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২৭৭ জন শিশুকে ফিরে পেয়েছে কিয়েভ।
ইউক্রেনের অভিযোগ, যুদ্ধ শুরুর পর থেকে ১৯ হাজার ৫০০ এর বেশি শিশুকে রাশিয়া বা রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে জোর পূর্বক নিয়ে যাওয়া হয়, যা
যুদ্ধকালীন অপহরণের শামিল হয়েছে। এই অভিযোগ প্রত্যাখান করে রাশিয়া বলেছে, নিরাপত্তার খাতিরে স্বজনদের অনুমতিক্রমে ওই শিশুদের সরিয়ে নেওয়া হয়েছিল।
২০২৩ সালের মার্চে লভোভা-বেভোভা ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই অভিযোগকে অন্যায্য ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখান করেছে রাশিয়া।