ক্রীড়া ডেস্ক: আর্সেনাল ড্র করায় এসে গেল সুযোগ। সেটা দারুণভাবে কাজে লাগাল লিভারপুল। আক্রমণাত্মক ফুটবলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে গেল আরেক ধাপ। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার রাতে ২-০ গোলে জিতেছে আর্না স্লটের। দুই ম্যাচের নিষেধাজ্ঞার জন্য ডাগআউটে ছিলেন না লিভারপুল কোচ। গ্যালারিতে বসে দেখেছেন দলের আরেকটি জয়। অ্যানফিল্ডে দোমিনিক সোবোসলাই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সিস মাক আলিস্তের। ৬১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১২ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। নিউক্যাসলের তিন শটের একটিও ছিল না লক্ষ্যে। ঘরের মাঠে প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় লিভারপুল। একাদশ মিনিটে লুইস দিয়াসের কাটব্যাকে অরক্ষিত সোবোসলাই অনায়াসে খুঁজে নেন জাল।
স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলে নিজেদের অর্ধ ছেড়ে খুব একটা বের হতে পারছিল না নিউক্যাসল। তাদের প্রতি-আক্রমণগুলোতেও ধার ছিল না খুব একটা। ৩০তম মিনিটে গোলের জন্য প্রথম কোনো শট নিতে পারে নিউক্যাসল। ডি-বক্সের ভেতরে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ক্যালাম উইলসন। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন সোবোসলাই। দিয়োগো জটার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে তার শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। তিন মিনিট পর প্রায় একই জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি দারুণ ছন্দে থাকা মোহামেদ সালাহ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতা ফেরাতে আক্রমণাত্মক ফুটবল খেলে নিউক্যাসল। শুরুতেই পেয়ে যায় সুযোগ। তবে অ্যান্থনি গর্ডনের শট প্রতিহত হয় লিভারপুলের রক্ষণে। তিন মিনিট পর হেড লক্ষ্যে রাখতে পারেননি উইলসন। সফরকারীদের একরাশ হতাশায় ডুবিয়ে ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। প্রতি-আক্রমণে সালাহর কাটব্যাকে বল পেয়ে নিউক্যাসলের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে আড়াআড়ি শট জাল খুঁজে নেন মাক আলিস্তের। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক। লিভারপুলের গ্যালারিতে তখন শোনা যাচ্ছিল গর্জন, ‘আমরা লিগ জিততে যাচ্ছি।’
৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন দিয়াস। সালাহর কাছ থেকে ছয় গজ বক্সে বল পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ৮৪তম মিনিটে সালাহর শট প্রতিহত হয় রক্ষণে। চার মিনিট পর মিশরের অভিজ্ঞ ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে ঠেকান নিউক্যাসল গোলরক্ষক নিক পোপ। ৯০তম মিনিটে কর্নারের পর জটলার বল পেয়ে জালে পাঠান কোডি হাকপো। তবে পোপকে লিভারপুলের ইব্রাহিমা কোনাতে ফাউল করায় মেলেনি গোল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হাকপোর বাইসাইকেল কিক বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ২৮ ম্যাচে ২০ জয় ও সাত ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে চূড়ায় লিভারপুল। তিনে থাকা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে এদিন গোলশূন্য ড্র করা আর্সেনাল ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে নটিংহ্যামের (৪৮) সঙ্গে ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটি। ৪৭ পয়েন্ট নিয়ে চারে আছে পেপ গুয়ার্দিওলার দল। ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে চেলসি, ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে নিউক্যাসল।