ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

নতুন তথ্য উপদেষ্টার দায়িত্বে মাহফুজ আলম

  • আপডেট সময় : ০৯:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

মাহফুজ আলম-ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম সরে যাওয়ার পর তার রেখে যাওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক ছাত্রপ্রতিনিধি মাহফুজ আলমকে।

এতদিন ধরে নির্দিষ্ট কোনো দপ্তরের দায়িত্বে না থাকা মাহফুজকে তথ্যের উপদেষ্টা করে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন গঠিত হতে যাওয়া রাজনৈতিক দলে যোগ দিতে আগের দিন মঙ্গলবার পদত্যাগ করা নাহিদের হাতে থাকা আরেক মন্ত্রণালয়- ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি নিজের কাছেই রেখেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এ নিয়ে প্রধান উপদেষ্টার হাতে থাকল ছয় মন্ত্রণালয় আর গত ১০ নভেম্বর থেকে উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজ প্রথমবার কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন।

ছাত্র-জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার তিন দিন পর গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন মাহফুজ।

অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয় তাকে। এরপর ১০ নভেম্বর উপদেষ্টা করা হয় তাকে। তবে এতদিন কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে আসেননি।

সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবার নতুন দলে যোগ দিতে সরে দাঁড়ানোতে বর্তমানে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টার সঙ্গী হিসেবে রয়েছেন ২১ জন উপদেষ্টা।

সরকারে ছাত্রপ্রতিনিধি হিসেবে রয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা অন্যতম আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে গত ২০ ডিসেম্বর উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা যান। প্রবীণ এই আইনজীবী ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সামলাতেন।

পরে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। অপরদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়টি নিজের কাছে রাখেন প্রধান উপদেষ্টা।

২১ উপদেষ্টাদের পাশাপাশি উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ দূত ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন।

এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদা নিয়ে বিশেষ সহকারী রয়েছেন তিনজন ও সিনিয়র সচিব পদমর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন একজন।

সরকারের সঙ্গে আট মাস ধরে যুক্ত ছাত্রপ্রতিনিধি মাহফুজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান ঐক্যপ্রচেষ্টায় ও জুলাই ঘোষণাপত্র তৈরিতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল।

সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির এই সমন্বয়ক সংবিধান সংস্কার কমিটির একজন সদস্য। তিনি গণভবনকে জাদুঘরে রূপান্তরের জন্য গঠিত জুলাই স্মৃতি জাদুঘরের কমিটির যুগ্ম আহ্ববায়ক হিসেবের দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন। শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে ছাত্রদের জোটটি গঠন হয়েছিল এই ছাত্রশক্তির উদ্যোগে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে এবং সরকার পতন আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনে মাহফুজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উত্তেজনা-হাতাহাতির মধ্য দিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ গঠিত

নতুন তথ্য উপদেষ্টার দায়িত্বে মাহফুজ আলম

আপডেট সময় : ০৯:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম সরে যাওয়ার পর তার রেখে যাওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক ছাত্রপ্রতিনিধি মাহফুজ আলমকে।

এতদিন ধরে নির্দিষ্ট কোনো দপ্তরের দায়িত্বে না থাকা মাহফুজকে তথ্যের উপদেষ্টা করে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন গঠিত হতে যাওয়া রাজনৈতিক দলে যোগ দিতে আগের দিন মঙ্গলবার পদত্যাগ করা নাহিদের হাতে থাকা আরেক মন্ত্রণালয়- ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি নিজের কাছেই রেখেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এ নিয়ে প্রধান উপদেষ্টার হাতে থাকল ছয় মন্ত্রণালয় আর গত ১০ নভেম্বর থেকে উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজ প্রথমবার কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন।

ছাত্র-জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার তিন দিন পর গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন মাহফুজ।

অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয় তাকে। এরপর ১০ নভেম্বর উপদেষ্টা করা হয় তাকে। তবে এতদিন কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে আসেননি।

সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবার নতুন দলে যোগ দিতে সরে দাঁড়ানোতে বর্তমানে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টার সঙ্গী হিসেবে রয়েছেন ২১ জন উপদেষ্টা।

সরকারে ছাত্রপ্রতিনিধি হিসেবে রয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা অন্যতম আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে গত ২০ ডিসেম্বর উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা যান। প্রবীণ এই আইনজীবী ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সামলাতেন।

পরে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। অপরদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়টি নিজের কাছে রাখেন প্রধান উপদেষ্টা।

২১ উপদেষ্টাদের পাশাপাশি উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ দূত ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন।

এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদা নিয়ে বিশেষ সহকারী রয়েছেন তিনজন ও সিনিয়র সচিব পদমর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন একজন।

সরকারের সঙ্গে আট মাস ধরে যুক্ত ছাত্রপ্রতিনিধি মাহফুজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান ঐক্যপ্রচেষ্টায় ও জুলাই ঘোষণাপত্র তৈরিতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল।

সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির এই সমন্বয়ক সংবিধান সংস্কার কমিটির একজন সদস্য। তিনি গণভবনকে জাদুঘরে রূপান্তরের জন্য গঠিত জুলাই স্মৃতি জাদুঘরের কমিটির যুগ্ম আহ্ববায়ক হিসেবের দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন। শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে ছাত্রদের জোটটি গঠন হয়েছিল এই ছাত্রশক্তির উদ্যোগে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে এবং সরকার পতন আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনে মাহফুজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।