ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

ইস্তাম্বুলে বৈঠকে বসছেন রাশিয়া-যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা

  • আপডেট সময় : ০৭:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : দূতাবাস সংক্রান্ত জটিলতা নিরসনে আজ বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকরা বৈঠকে বসছেন বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কাতার সফররত এই রুশ মন্ত্রী গতকাল বুধবার সাংবাদিকদের এ খবর দেন, জানিয়েছে আল-জাজিরা।

“এই বৈঠক কাল ইস্তাম্বুলে হবে। আমরা কত দ্রুত অগ্রসর হতে পারি, এ বৈঠকের ফল তাই দেখাবে বলে আমি মনে করি,” বলেছেন দীর্ঘদিন ধরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানো ল্যাভরভ। আজ বৃহস্পতিবারের বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক সংকটের সমাধানে নজর দেবে বলে মনে করা হচ্ছে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে উভয় দেশই নিজ নিজ ভূখণ্ড থেকে অন্য দেশের দূতাবাস কর্মীদের বহিষ্কার করেছিল। ডনাল্ড ট্রাম্প গত মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইউক্রেইনকে একপাশে ঠেলে দিয়ে মস্কো ও ওয়াশিংটন কাছাকাছি আসার চেষ্টা করছে। গত সোমবার ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হোয়াইট হাউজে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেইনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যদি কোনো যুদ্ধবিরতি হয়, তাহলে ইউরোপ শান্তিরক্ষী বাহিনী পাঠানোসহ কিইভকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে বলেও আশ্বাস দেন তিনি। ওই বৈঠকে ট্রাম্পও বলেছিলেন, যুদ্ধবিরতি হলে ইউক্রেইনের ইউরোপের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আপত্তি নেই।
তবে বুধবার দোহায় ল্যাভরভ এই সম্ভাবনা উড়িয়ে দেন। বলেন, ইউক্রেইনে ইউরোপিয়ান শান্তিরক্ষী মোতায়েনে রাজি হওয়ার কথা মস্কো বিবেচনাই করছে না। “এটা ধড়িবাজি, উদ্দেশ্য হচ্ছে ইউক্রেইনকে অস্ত্রে ভরিয়ে দেওয়া,” বলেছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উত্তেজনা-হাতাহাতির মধ্য দিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ গঠিত

ইস্তাম্বুলে বৈঠকে বসছেন রাশিয়া-যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা

আপডেট সময় : ০৭:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : দূতাবাস সংক্রান্ত জটিলতা নিরসনে আজ বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকরা বৈঠকে বসছেন বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কাতার সফররত এই রুশ মন্ত্রী গতকাল বুধবার সাংবাদিকদের এ খবর দেন, জানিয়েছে আল-জাজিরা।

“এই বৈঠক কাল ইস্তাম্বুলে হবে। আমরা কত দ্রুত অগ্রসর হতে পারি, এ বৈঠকের ফল তাই দেখাবে বলে আমি মনে করি,” বলেছেন দীর্ঘদিন ধরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানো ল্যাভরভ। আজ বৃহস্পতিবারের বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক সংকটের সমাধানে নজর দেবে বলে মনে করা হচ্ছে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে উভয় দেশই নিজ নিজ ভূখণ্ড থেকে অন্য দেশের দূতাবাস কর্মীদের বহিষ্কার করেছিল। ডনাল্ড ট্রাম্প গত মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইউক্রেইনকে একপাশে ঠেলে দিয়ে মস্কো ও ওয়াশিংটন কাছাকাছি আসার চেষ্টা করছে। গত সোমবার ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হোয়াইট হাউজে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেইনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যদি কোনো যুদ্ধবিরতি হয়, তাহলে ইউরোপ শান্তিরক্ষী বাহিনী পাঠানোসহ কিইভকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে বলেও আশ্বাস দেন তিনি। ওই বৈঠকে ট্রাম্পও বলেছিলেন, যুদ্ধবিরতি হলে ইউক্রেইনের ইউরোপের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আপত্তি নেই।
তবে বুধবার দোহায় ল্যাভরভ এই সম্ভাবনা উড়িয়ে দেন। বলেন, ইউক্রেইনে ইউরোপিয়ান শান্তিরক্ষী মোতায়েনে রাজি হওয়ার কথা মস্কো বিবেচনাই করছে না। “এটা ধড়িবাজি, উদ্দেশ্য হচ্ছে ইউক্রেইনকে অস্ত্রে ভরিয়ে দেওয়া,” বলেছেন তিনি।