ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

  • আপডেট সময় : ০৭:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে অবস্থান করছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে লড়বে টাইগাররা। এরই মধ্যে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে কার্যত নিয়মরক্ষার ম্যাচটি খেলে পরদিনই দেশে ফেরার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এরপর টাইগারদের বিদেশ সফর মে মাসের শেষের দিকে, পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আসন্ন সেই সিরিজটি আইসিসির এফটিপিরই অংশ। তবে নতুন করে এফটিপির বাইরে আরও একটি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষেই।

সেই সূচিতে পাকিস্তান খেলবে বাংলাদেশের মাটিতে। সব ঠিক থাকলে জুলাই-আগস্টে বাংলাদেশে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে আসবে পাকিস্তান। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। দুবাইয়ে এ বিষয়ে বিসিবি প্রধান এবং পিসিবি প্রধান ইতোমধ্যে বৈঠক সেরে ফেলেছেন। দুই দলই ইতিবাচকভাবে নিয়েছে বিষয়টি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

আপডেট সময় : ০৭:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে অবস্থান করছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে লড়বে টাইগাররা। এরই মধ্যে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে কার্যত নিয়মরক্ষার ম্যাচটি খেলে পরদিনই দেশে ফেরার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এরপর টাইগারদের বিদেশ সফর মে মাসের শেষের দিকে, পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আসন্ন সেই সিরিজটি আইসিসির এফটিপিরই অংশ। তবে নতুন করে এফটিপির বাইরে আরও একটি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষেই।

সেই সূচিতে পাকিস্তান খেলবে বাংলাদেশের মাটিতে। সব ঠিক থাকলে জুলাই-আগস্টে বাংলাদেশে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে আসবে পাকিস্তান। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। দুবাইয়ে এ বিষয়ে বিসিবি প্রধান এবং পিসিবি প্রধান ইতোমধ্যে বৈঠক সেরে ফেলেছেন। দুই দলই ইতিবাচকভাবে নিয়েছে বিষয়টি।