ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

পাকিস্তান ম্যানেজমেন্টের সমালোচনায় ওয়াসিম-শোয়েব

  • আপডেট সময় : ০৮:১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: আরও একটি আইসিসি ইভেন্ট এবং ভারতের কাছে সেই ‘অবধারিত’ হয়ে ওঠা আরও একবার হার। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে লক্ষ্য দিয়েছে মাত্র ২৪২ রানের। ৪৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অসাধারণ এক সেঞ্চুরি করেন বিরাট কোহলি।

পুরো ম্যাচে একটিবারের জন্যও ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি পাকিস্তান। অবস্থাটা এমন ছিল যেন, পাকিস্তান ভারতকে জেতানোর জন্যই মাঠে নেমেছে কিংবা দেখে মনে হচ্ছিলো, আনুষ্ঠানিকতা সারতেই পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে নেমেছে। ম্যাচ শেষে ভারতের কাছে অসহায় আত্মসমর্পনের জন্য পাকিস্তানি ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের তুমুল সমালোচনায় মেতেছেন সাবেক ক্রিকেটাররা।

সবচেয়ে বেশি সাবেক গতি তারকা শোয়েব আখতার এবং কিংবদন্তি অলরাউন্ডার ওয়াসিম আকরাম। তারা দু’জন কঠোর সমালোচনা করলেন পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের। ভারতের কাছে ৬ উইকেটের এই হারে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। স্বাগতিক হিসেবে তাদের বিদায় ভক্ত-সমর্থকদের দারুণভাবে হতাশ করেছে। ভারতের কাছে এভাবে হারের পর আবেগি শোয়েব আখতার নিজের ক্ষোভ এবং হতাশা ধরে রাখতে পারেননি।

প্রকাশ করে দিয়েছেন। নিজ দেশের ক্রিকেট নিয়ে হতাশা প্রকাশ করে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘টাকা না পেলে হয়তো আমি পাকিস্তান ক্রিকেট নিয়ে আর কথাই বলতাম না। সত্যি বলতে, তাদের সঙ্গে আর কাজ করার কিছুই বাকি নেই। আমাকে বলা হয়েছে আসতে, তাই এসেছি। তাদের নিয়ে আর কিছু বলার মত আমার কোনো এজেন্দা নেই। কেন শুধু শুধু আমার সময় নষ্ট করবো?’ শোয়েব আখতারের ভিডিও বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দল নিয়ে কথা না বললেও শোয়েব আখতার খুব বেশি করে সমালোচনা করলেন পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে। তাদেরকে অভিহিত করলেন, বিবেকহীন-বুদ্ধিহীন হিসেবে। এমন কঠোর ভাষায় আক্রমণ করার কারণ হচ্ছে, পাকিস্তান দল মাত্র ৫জন বোলারকে দলে নিয়েছে। যেখানে আধুনিক ক্রিকেটে প্রতিটি দল অন্তত ৬ জন বোলার দলে রাখে।

শোয়েব আখতার বলেন, ‘আপনাকে অবশ্যই দলে দু’জন অলরাউন্ডার রাখতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরোপুরি বিবেক-বুদ্ধিহীন একটি টিম ম্যানেজমেন্ট কাজ করছে। আমি সত্যিই খুব হতাশ।’ একই সঙ্গে নেতৃত্বের দুর্বলতা এবং নির্দেশনা নিয়েও সমালোচনা করেন শোয়েব আখতার। ‘আমরা কোনোভাবেই ছেলেদের অভিযুক্ত করবো না। টিম ম্যানেজমেন্ট যেভাবে তৈরি করেছে, খেলোয়াড়রা সেভাবেই খেলছেন। তারা নিজেরা আসলে কিছুই জানে না যে কি করতে হবে। রোহিত, বিরাট, শুভমানের মত স্কিলসেট তাদের মধ্যে নেই। তারা না কিছু জানে, না জানে টিম ম্যানেজমেন্ট!’

শোয়েব আখতারের সুরেই কথা বলেছেন ওয়াসিম আকরাম। তিনি দাবি জানিয়েছেন, পাকিস্তানের সাদা বলের ক্রিকেট দলকে পূনর্গঠন করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তিনি বলেন, ‘আমরা এখনও সেই পুরনো ধাঁচের সাদা বলের ক্রিকেট খেলছি। এটা পরিবর্তন হওয়া প্রয়োজন। দলে ভয়ডরহীন ক্রিকেটার নিয়ে আসতে হবে। তরুণ-ফ্রেস ব্লাড প্রয়োজন। আপনাকে অবশ্যই দলে ৫ থেকে ৬টি পরিবর্তন আনতে হবে। সেটাই করা উচিৎ। তাতে হয়তো আগামী ৬ মাস হেরে যাবেন। মনে হবে পেছনের পায়ে হাঁটছেন। তবুও তা হোক। কিন্তু ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এখনও থেকেই এই পরিকল্পনা নেয়া উচিৎ।’ পাকিস্তানের বোলিং একেবারেই নতজানু। তাদের বোলিং নিয়ে খুব দুশ্চিন্তা সবার মধ্যে। ওয়াসিম আকরাম কিছু হতাশাজনক পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘যথেষ্ট হয়েছে। আর না।

আপনি তাদেরকে তারকা বানিয়ে রেখেছেন; কিন্তু শেষ ৫টি ওয়ানডেতে পাকিস্তানি বোলাররা মাত্র ২৪টি উইকেট নিতে পেরেছে। গড় ৬০ করে। অর্থ্যাৎ উইকেটপ্রতি ৬০ রান করে। এমনকি ওমান এবং যুক্তরাষ্ট্রের চেয়েও আমাদের গড় অনেক খারাপ।’ আকরাম দল নির্বাচন পদ্ধতি নিয়েও সমালোচনা করেন। পিসিবি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘চেয়ারম্যান সাব, প্লিজ অধিনায়ক, নির্বাচক কমিটি এবং কোচদের ডাকুন। তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা কি দেখে, কিভাবে দল নির্বাচন করেছে? খুশদিল শাহ এবং সালমান আলি আগাকে কী কখনো উইকেট নেয়ার মত ক্রিকেটারের মত মনে হচ্ছিল? আমি অনেকদিন ধরে চিৎকার করে বলে আসছি, এই দলটা ভালো নয়।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তান ম্যানেজমেন্টের সমালোচনায় ওয়াসিম-শোয়েব

আপডেট সময় : ০৮:১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া প্রতিবেদক: আরও একটি আইসিসি ইভেন্ট এবং ভারতের কাছে সেই ‘অবধারিত’ হয়ে ওঠা আরও একবার হার। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে লক্ষ্য দিয়েছে মাত্র ২৪২ রানের। ৪৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অসাধারণ এক সেঞ্চুরি করেন বিরাট কোহলি।

পুরো ম্যাচে একটিবারের জন্যও ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি পাকিস্তান। অবস্থাটা এমন ছিল যেন, পাকিস্তান ভারতকে জেতানোর জন্যই মাঠে নেমেছে কিংবা দেখে মনে হচ্ছিলো, আনুষ্ঠানিকতা সারতেই পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে নেমেছে। ম্যাচ শেষে ভারতের কাছে অসহায় আত্মসমর্পনের জন্য পাকিস্তানি ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের তুমুল সমালোচনায় মেতেছেন সাবেক ক্রিকেটাররা।

সবচেয়ে বেশি সাবেক গতি তারকা শোয়েব আখতার এবং কিংবদন্তি অলরাউন্ডার ওয়াসিম আকরাম। তারা দু’জন কঠোর সমালোচনা করলেন পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের। ভারতের কাছে ৬ উইকেটের এই হারে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। স্বাগতিক হিসেবে তাদের বিদায় ভক্ত-সমর্থকদের দারুণভাবে হতাশ করেছে। ভারতের কাছে এভাবে হারের পর আবেগি শোয়েব আখতার নিজের ক্ষোভ এবং হতাশা ধরে রাখতে পারেননি।

প্রকাশ করে দিয়েছেন। নিজ দেশের ক্রিকেট নিয়ে হতাশা প্রকাশ করে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘টাকা না পেলে হয়তো আমি পাকিস্তান ক্রিকেট নিয়ে আর কথাই বলতাম না। সত্যি বলতে, তাদের সঙ্গে আর কাজ করার কিছুই বাকি নেই। আমাকে বলা হয়েছে আসতে, তাই এসেছি। তাদের নিয়ে আর কিছু বলার মত আমার কোনো এজেন্দা নেই। কেন শুধু শুধু আমার সময় নষ্ট করবো?’ শোয়েব আখতারের ভিডিও বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দল নিয়ে কথা না বললেও শোয়েব আখতার খুব বেশি করে সমালোচনা করলেন পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে। তাদেরকে অভিহিত করলেন, বিবেকহীন-বুদ্ধিহীন হিসেবে। এমন কঠোর ভাষায় আক্রমণ করার কারণ হচ্ছে, পাকিস্তান দল মাত্র ৫জন বোলারকে দলে নিয়েছে। যেখানে আধুনিক ক্রিকেটে প্রতিটি দল অন্তত ৬ জন বোলার দলে রাখে।

শোয়েব আখতার বলেন, ‘আপনাকে অবশ্যই দলে দু’জন অলরাউন্ডার রাখতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরোপুরি বিবেক-বুদ্ধিহীন একটি টিম ম্যানেজমেন্ট কাজ করছে। আমি সত্যিই খুব হতাশ।’ একই সঙ্গে নেতৃত্বের দুর্বলতা এবং নির্দেশনা নিয়েও সমালোচনা করেন শোয়েব আখতার। ‘আমরা কোনোভাবেই ছেলেদের অভিযুক্ত করবো না। টিম ম্যানেজমেন্ট যেভাবে তৈরি করেছে, খেলোয়াড়রা সেভাবেই খেলছেন। তারা নিজেরা আসলে কিছুই জানে না যে কি করতে হবে। রোহিত, বিরাট, শুভমানের মত স্কিলসেট তাদের মধ্যে নেই। তারা না কিছু জানে, না জানে টিম ম্যানেজমেন্ট!’

শোয়েব আখতারের সুরেই কথা বলেছেন ওয়াসিম আকরাম। তিনি দাবি জানিয়েছেন, পাকিস্তানের সাদা বলের ক্রিকেট দলকে পূনর্গঠন করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তিনি বলেন, ‘আমরা এখনও সেই পুরনো ধাঁচের সাদা বলের ক্রিকেট খেলছি। এটা পরিবর্তন হওয়া প্রয়োজন। দলে ভয়ডরহীন ক্রিকেটার নিয়ে আসতে হবে। তরুণ-ফ্রেস ব্লাড প্রয়োজন। আপনাকে অবশ্যই দলে ৫ থেকে ৬টি পরিবর্তন আনতে হবে। সেটাই করা উচিৎ। তাতে হয়তো আগামী ৬ মাস হেরে যাবেন। মনে হবে পেছনের পায়ে হাঁটছেন। তবুও তা হোক। কিন্তু ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এখনও থেকেই এই পরিকল্পনা নেয়া উচিৎ।’ পাকিস্তানের বোলিং একেবারেই নতজানু। তাদের বোলিং নিয়ে খুব দুশ্চিন্তা সবার মধ্যে। ওয়াসিম আকরাম কিছু হতাশাজনক পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘যথেষ্ট হয়েছে। আর না।

আপনি তাদেরকে তারকা বানিয়ে রেখেছেন; কিন্তু শেষ ৫টি ওয়ানডেতে পাকিস্তানি বোলাররা মাত্র ২৪টি উইকেট নিতে পেরেছে। গড় ৬০ করে। অর্থ্যাৎ উইকেটপ্রতি ৬০ রান করে। এমনকি ওমান এবং যুক্তরাষ্ট্রের চেয়েও আমাদের গড় অনেক খারাপ।’ আকরাম দল নির্বাচন পদ্ধতি নিয়েও সমালোচনা করেন। পিসিবি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘চেয়ারম্যান সাব, প্লিজ অধিনায়ক, নির্বাচক কমিটি এবং কোচদের ডাকুন। তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা কি দেখে, কিভাবে দল নির্বাচন করেছে? খুশদিল শাহ এবং সালমান আলি আগাকে কী কখনো উইকেট নেয়ার মত ক্রিকেটারের মত মনে হচ্ছিল? আমি অনেকদিন ধরে চিৎকার করে বলে আসছি, এই দলটা ভালো নয়।’