ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

দুয়োর জবাবে নেইমারের ‘অলিম্পিকো’ গোল

  • আপডেট সময় : ০৮:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ম্যাচের শুরু থেকেই নেইমারকে উত্যক্ত করতে দুয়ো দিচ্ছিলেন স্বাগতিক দল ইন্তের দে লিমেইরার সমর্থকরা। তাতে যেন আরও তেতে গেলেন ব্রাজিলিয়ান তারকা। জবাবে করলেন ক্যারিয়ারে প্রথম ‘অলিম্পিকো’ গোল। সঙ্গে আরও দুই অ্যাসিস্টে সান্তোসকে দিলেন জয়ের আনন্দ। পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে স্থানীয় সময় রোববার দলের ৩-০ ব্যবধানে জয়ের পথে ২৭তম চমৎকার গোলটি করেন নেইমার। তার ডান পায়ের নেওয়া কর্নার শটে বল বাঁক খেয়ে, সবাইকে ফাঁকি দিয়ে দূরের পোস্টে লেগে জালে জড়ায়।
ম্যাচের বাকি দুটি গোলও হয় প্রথমার্ধে। নিজের গোলের আগে ও পরে সোয়ারেসের দুই গোলে অ্যাসিস্ট করেন সৌদি আরবের আল হিলাল ছেড়ে জানুয়ারিতে সান্তোসে ফেরা নেইমার। ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে জানানো প্রতিক্রিয়ায়ও দর্শকদের বিরূপ আচরণের প্রসঙ্গ তোলেন নেইমার। “তারা আমাকে উত্যক্ত করেছিল, জবাবে (নিজেকে) আমি বলেছিলাম, এখন আমিই গোল করব।” ম্যাচের নবম মিনিটেও নেইমার একটি কর্নার নিতে গেলে তাকে উদ্দেশ্য করে ‘আপত্তিকর মন্তব্য’ করতে থাকে স্বাগতিক দলের সমর্থকরা। তখন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড ওই দর্শকদের উদ্দেশ করে আরও জোরে গান গাওয়ার ইশারা করেন। পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে নেইমার লেখেন, “ফুটবল খেলাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের।” শৈশবের ক্লাবে ফেরার পর গত সপ্তাহে এই প্রতিযোগিতার ম্যাচেই প্রথম জালের দেখা পান নেইমার, সেটা ছিল ১৬ মাস পর তার প্রথম গোল। পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে আগামী সপ্তাহান্তে ব্রাগানচিনোর বিপক্ষে খেলবে সান্তোস।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুয়োর জবাবে নেইমারের ‘অলিম্পিকো’ গোল

আপডেট সময় : ০৮:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: ম্যাচের শুরু থেকেই নেইমারকে উত্যক্ত করতে দুয়ো দিচ্ছিলেন স্বাগতিক দল ইন্তের দে লিমেইরার সমর্থকরা। তাতে যেন আরও তেতে গেলেন ব্রাজিলিয়ান তারকা। জবাবে করলেন ক্যারিয়ারে প্রথম ‘অলিম্পিকো’ গোল। সঙ্গে আরও দুই অ্যাসিস্টে সান্তোসকে দিলেন জয়ের আনন্দ। পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে স্থানীয় সময় রোববার দলের ৩-০ ব্যবধানে জয়ের পথে ২৭তম চমৎকার গোলটি করেন নেইমার। তার ডান পায়ের নেওয়া কর্নার শটে বল বাঁক খেয়ে, সবাইকে ফাঁকি দিয়ে দূরের পোস্টে লেগে জালে জড়ায়।
ম্যাচের বাকি দুটি গোলও হয় প্রথমার্ধে। নিজের গোলের আগে ও পরে সোয়ারেসের দুই গোলে অ্যাসিস্ট করেন সৌদি আরবের আল হিলাল ছেড়ে জানুয়ারিতে সান্তোসে ফেরা নেইমার। ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে জানানো প্রতিক্রিয়ায়ও দর্শকদের বিরূপ আচরণের প্রসঙ্গ তোলেন নেইমার। “তারা আমাকে উত্যক্ত করেছিল, জবাবে (নিজেকে) আমি বলেছিলাম, এখন আমিই গোল করব।” ম্যাচের নবম মিনিটেও নেইমার একটি কর্নার নিতে গেলে তাকে উদ্দেশ্য করে ‘আপত্তিকর মন্তব্য’ করতে থাকে স্বাগতিক দলের সমর্থকরা। তখন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড ওই দর্শকদের উদ্দেশ করে আরও জোরে গান গাওয়ার ইশারা করেন। পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে নেইমার লেখেন, “ফুটবল খেলাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের।” শৈশবের ক্লাবে ফেরার পর গত সপ্তাহে এই প্রতিযোগিতার ম্যাচেই প্রথম জালের দেখা পান নেইমার, সেটা ছিল ১৬ মাস পর তার প্রথম গোল। পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে আগামী সপ্তাহান্তে ব্রাগানচিনোর বিপক্ষে খেলবে সান্তোস।