আন্তর্জাতিক ডেস্ক: একটানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে আফ্রিকা দেশ বতসোয়ানা। শনিবার (২২ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট দুমা বোকো জানিয়েছেন, আকস্মিক বন্যায় তিন শিশুসহ অন্তত সাত জনের প্রাণহানি হয়েছে। এছাড়া, কয়েক হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে অসহায় অবস্থায় দিন পার করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট বোকো জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বন্যাকবলিত এলাকা থেকে এক হাজার ৭০০ এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া, সপ্তাহব্যাপী ভারী বর্ষণের কারণে সাময়িকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি অনেক স্থানের সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
রাজধানী শহর গ্যাবারোনেতে স্থানীয় বাঁধ উপচে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করেছে। বিভিন্ন স্থানে যানবাহন ভেসে গেছে। অনেক বাড়িঘর পানিতে ডুবে আছে। এরমধ্যেই সামনের দিনে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন জরুরি পরিষেবা কর্মীরা।
শহরের নিচু অংশ এই বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনাকর্মীদের অভিমত, নগরে অপর্যাপ্ত ও অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতার মাত্রা আরও প্রকট আকার ধারণ করেছে।
এ বিষয়ে বোকো বলেছেন, ভবিষ্যৎ সংকট মোকাবিলায় আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের জাতীয় অবকাঠামো পরিকল্পনা এমন হতে হবে, যেন আমাদের ভবনগুলো খরার পাশাপাশি বন্যাতেও টিকে থাকতে পারে।