বিনোদন ডেস্ক: টেলিভিশন নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে অভিনেতা শহীদুজ্জামান সেলিম সভাপতি পদে এবং ফরিদুল হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই সংগঠনের দায়িত্ব পালন করবেন তারা। সেলিম সভাপতি পদে এসেছেন ২৭১ ভোট পেয়ে; মামুন সাধারণ সম্পাদক হয়েছেন ২২২ ভোট পেয়ে। ফলাফল ঘোষণার পর সামনে কী ধরণের চ্যালেঞ্জ নিতে হবে প্রশ্নে শহীদুজ্জামান সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো সংগঠনটাকেই তো নতুন করে গড়ে তুলতে হবে।
আমাদের সংগঠনে সদস্য আছেন আট শতাধিক, এর মধ্যে অনেকেই ভোটার হননি। যারা ভোটার হন নি, তাদের মাঝে তো অনেক গুণি নির্মাতারাও আছেন। তাদেরকে সংগঠনমুখী করতে হবে।”
এছাড়া সংগঠনকে গতিশীল ও সৃজনশীল করতে নানা রকম পরিকল্পনা করা হবে বলেও জানিয়েছেন সেলিম। “সামনে অনেক চ্যালেঞ্জ। সবাইকে নিয়েই সেই চ্যালেঞ্জেও জয়ী হতে হবে।”
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিরেক্টরস গিল্ডের নির্বাচনের ভোটগ্রহণ চলে। গণনা শেষে রাত পৌনে ৯টার দিকে প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫০১জন; ভোট দিয়েছেন ৪৪৬ জন। সহ সভাপতি পদে রাশেদা আক্তার নাজুক, ফিরোজ খান ও সকাল আহমেদ নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ পদে নির্বাচিত হয়েছেন তুহিন হোসেন ও দীন মোহাম্মাদ মন্টু। এছাড়া অর্থ সম্পাদক পদে জুয়েল হাসান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা রনি, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত ও দপ্তর সম্পাদক পদে সাইদ রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সাগর জাহান, চয়নিকা চৌধুরী, মাহমুদ নিয়াজ মাহমুদ চন্দ্রদ্বীপ, গীতালি হাসান, লিটু করিম, শিহাব শাহীন ও হাসান রেজাউল নির্বাচিত হয়েছেন।