ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

রক্তে রাঙানো একুশ

  • আপডেট সময় : ০৬:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

শাহনেওয়াজ কবির ইমন

আজ রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি!
স্মরণের আকাশে তারাই মোদের রবি।
তাদের রক্তের ঋণ কী করে শোধ করি?
লাখো মানুষের শ্রদ্ধা ভরা প্রভাতফেরি।

ছেলেহারা শত মায়ের অশ্রুতে গড়া গান,
সুরেরই মূর্ছনায় জাগ্রত শহীদের জয়গান।
আজ ধন্য তারা, ধন্য তাদের জীবন দান।
আজীবন রইব কৃতজ্ঞ, দিয়ে যাবো প্রতিদান।

বিনম্র শ্রদ্ধায় আজিকে তাদের স্মরণ করি,
শহীদ যারা দিয়েছেন মায়ের মুখের বুলি।
এমন জাতি কে আছে এই ধরণীর বুকে?
ভাষার জন্য বুলেট নিয়েছেন নিজ বুকে!

তারাই শ্রেষ্ঠ বীর এই বাংলার, এই ধরণীর;
তারা দিয়েছেন আমাদের ভাষার অধিকার।
একুশ আমার, আমার ভীষণতর অহঙ্কার!
আপন ভাষাতেই লিখি তাই মনের ভাবান্তর।

এই ভাষা দুনিয়াজুড়ে দিয়েছে মোদের মর্যাদা,
একুশ পেয়েছে তাই বিশ্ব দরবারের সম্মাননা।
আজ সকল ভাষা ফিরে পাক প্রাপ্য সম্মান;
সকল ভাষায় রচিত হোক বীরত্বের জয়গান।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রক্তে রাঙানো একুশ

আপডেট সময় : ০৬:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

শাহনেওয়াজ কবির ইমন

আজ রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি!
স্মরণের আকাশে তারাই মোদের রবি।
তাদের রক্তের ঋণ কী করে শোধ করি?
লাখো মানুষের শ্রদ্ধা ভরা প্রভাতফেরি।

ছেলেহারা শত মায়ের অশ্রুতে গড়া গান,
সুরেরই মূর্ছনায় জাগ্রত শহীদের জয়গান।
আজ ধন্য তারা, ধন্য তাদের জীবন দান।
আজীবন রইব কৃতজ্ঞ, দিয়ে যাবো প্রতিদান।

বিনম্র শ্রদ্ধায় আজিকে তাদের স্মরণ করি,
শহীদ যারা দিয়েছেন মায়ের মুখের বুলি।
এমন জাতি কে আছে এই ধরণীর বুকে?
ভাষার জন্য বুলেট নিয়েছেন নিজ বুকে!

তারাই শ্রেষ্ঠ বীর এই বাংলার, এই ধরণীর;
তারা দিয়েছেন আমাদের ভাষার অধিকার।
একুশ আমার, আমার ভীষণতর অহঙ্কার!
আপন ভাষাতেই লিখি তাই মনের ভাবান্তর।

এই ভাষা দুনিয়াজুড়ে দিয়েছে মোদের মর্যাদা,
একুশ পেয়েছে তাই বিশ্ব দরবারের সম্মাননা।
আজ সকল ভাষা ফিরে পাক প্রাপ্য সম্মান;
সকল ভাষায় রচিত হোক বীরত্বের জয়গান।

আজকের প্রত্যাশা/কেএমএএ